গাজীপুর-৪: নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাপা প্রার্থী সামসুদ্দিন খানের
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গাজীপুর- ৪ কাপাসিয়া আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খান।
আজ মঙ্গলবার সকাল ১১টায় কাপাসিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জাপা প্রার্থী সামসুদ্দিন খান নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, আমি শারীরিক ও মানসিকভাবে নির্বাচনে প্রচার চালিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। তাছাড়া আমি অর্থনৈতিকভাবে সমস্যা পড়েছি। এসব কারণে আমি আজ থেকে এখন আর প্রচারণায় নেই। তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিষয়ে এখনো রিটার্নিং অফিসারের কাছে আবেদন জমা দিইনি।
জাতীয় পার্টি গাজীপুর জেলা সাধারণ সম্পাদক ও গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল দ্য ডেইলি স্টারকে জানান, গাজীপুরের পাঁচটি আসন থেকে জাতীয় পার্টি নির্বাচনী মাঠ থেকে সরে যাচ্ছে।
তিনি বলেন, জাতীয় পার্টি এখনো পোস্টার ছাপায়নি। মাইকে প্রচার দিচ্ছে না। এক এক করে সবাই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।
ইতোমধ্যে গাজীপুর-১ ও ৫ আসনে জাতীয় পার্টির এম এম নিয়াজ উদ্দিন (লাঙ্গল) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
Comments