৯ ঘণ্টা পর ৯৯৯ জরুরি সেবা চালু
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বন্ধ হয়ে যাওয়া জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা কার্যক্রম চালু হয়েছে।
প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ সেবা চালু হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ভোর ৬টার দিকে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগার পর সকাল ১০টা ১৫ মিনিট থেকে ৯৯৯ জাতীয় জরুরি সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়।
জাতীয় জরুরি পরিষেবা অফিসটি বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের কাছে অবস্থিত এবং আগুনের কারণে টেলিফোন এবং ইন্টারনেট সংযোগ ব্যাহত হয় বলে জানান সাত্তার।
Comments