রজনীকান্তের মুখে সতর্কবাণী

Rajinikanth
ভারতীয় অভিনেতা রজনীকান্ত। ছবি: সংগৃহীত

বলিউডে যৌন নির্যাতনের শিকার নারীরা যখন একে একে মুখ খুলতে শুরু করেছেন তখন বড় বড় অভিনেতা-অভিনেত্রী-পরিচালক-প্রযোজকদের নীরবতা নিয়ে সরব রয়েছেন অনেকেই। এমনাবস্থায় একটু দেরিতে হলেও মুখ খুলেছেন ভারতের দক্ষিণাঞ্চলের শীর্ষ অভিনেতা রজনীকান্ত।

দেশটিতে চলমান ‘মিটু’ আন্দোলনের প্রতি নিজের সমর্থনের পাশাপাশি সতর্কতাও ব্যক্ত করেছেন ‘রোবট’–খ্যাত অভিনেতা।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে আজ (২২ অক্টোবর) বলা হয়, বারাণসী থেকে শুটিং শেষে চেন্নাই ফেরার পথে ‘পদ্মবিভূষণ’ পদক পাওয়া অভিনেতা রজনীকান্ত সাংবাদিকদের বলেন, “যৌন নির্যাতনবিরোধী আন্দোলন ‘মিটু’ একটি ভালো উদ্যোগ। তবে এর অপব্যবহার যেনো না করা হয়।”

প্রখ্যাত তামিল গীতিকার ভাইরামুথুর বিরুদ্ধে সম্প্রতি যৌন হয়রানির যে অভিযোগ উঠেছে সে বিষয়ে প্রশ্ন করা হলে রজনীকান্ত বলেন, “গীতিকবি এ অভিযোগ অস্বীকার করে বলেছেন এমন কিছু ঘটেনি। তিনি আইনের আশ্রয় নিবেন বলেও জানিয়েছেন।”

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

2h ago