অবশেষে বিয়ের তারিখ জানালেন রণবীর-দীপিকা

Deepika Padukone and Ranveer Singh
বলিউড অভিনয়তারকা রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

এতো দিনের শত গুঞ্জনের পর অবশেষে তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন নিজেদের বিয়ের তারিখ। তারা হলেন বলিউডের স্বনামধন্য অভিনয় জুটি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন।

গতকাল (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এই জুটি তাদের বিয়ের দাওয়াতপত্র প্রকাশ করেন।

হিন্দি এবং ইংরেজি ভাষায় লেখা পৃথক দুটি পত্রে বলা হয়েছে, “পরিবারের আশীর্বাদে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের বিয়ে আগামী ১৪ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।”

দীপিকা এবং রণবীরের সই করা এই পত্রে আরও বলা হয়, “বিগত বছরগুলো আপনাদের যে ভালোবাসা পেয়েছি সে জন্যে ধন্যবাদ জানাই। আমরা ভালোবাসা, বিশ্বস্ততা, বন্ধুত্ব ও মিলনের যে অবিশ্বাস্য সফর শুরু করতে যাচ্ছি সে জন্যে আপনাদের আশীর্বাদ কামনা করি।”

‘পদ্মাবত’ অভিনেতা ও অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিক খবর প্রকাশিত হওয়ায় শুধু ভক্তদের মধ্যেই নয়, মুম্বাইয়ের মুভিপাড়াতেও বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছে ভারতের সংবাদমাধ্যমগুলো।


Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

2h ago