নির্যাতনের শিকার নারীদের জন্যে অভিনেত্রীদের অনুদান

Emma Watson and Keira Knightley
অভিনেত্রী কিরা নাইটলি (বামে) এবং এমা ওয়াটসন। ছবি: সংগৃহীত

গত বছরে হলিউডে গড়ে উঠা যৌন নির্যাতনবিরোধী মিটু এবং টাইমস আপ আন্দোলন এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পৃথিবীর অন্যান্য অংশেও। বিশেষ করে, সম্প্রতি এই আন্দোলনের ঢেউ এসে লেগেছে বলিউডেও।

বিশ্বব্যাপী চলমান এসব আন্দোলনের মাধ্যমে উঠে এসেছে নারীদের প্রতি পুরুষ সহকর্মীদের নির্যাতনের কুৎসিত কাহিনি। এমন পরিস্থিতিতে নির্যাতনের শিকার নারীদের সহায়তা দেওয়ার জন্যে গড়ে তোলা হয়েছে ‘দ্য জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি ফান্ড’।

এমা ওয়াটসন এবং কিরা নাইটলিসহ ব্রিটেনের বেশ কয়েকজন চলচ্চিত্র তারকা সেই নির্যাতনবিরোধী আন্দোলনে অনুপ্রাণিত হয়ে এবং নির্যাতনের শিকার নারীদের সহায়তার জন্যে সেই তহবিলে প্রদান করেছেন এক মিলিয়ন পাউন্ডের বেশি।

চলতি বছরের শুরুর দিকে নির্যাতনের শিকার নারীদের সহায়তা হিসেবে বিভিন্ন সংগঠনকে প্রায় এক মিলিয়ন পাউন্ড দিয়েছিলেন ‘হ্যারি পটার’-খ্যাত অভিনেত্রী এমা ওয়াটসন। গণমাধ্যমকে তিনি বলেন, “এই অনুদান দেওয়া তো সবে শুরু। নির্যাতিতা নারীদের সহায়তা করা খুবই জরুরি।”

এদিকে, অস্কারবিজয়ী ব্রিটিশ অভিনেত্রী কিরা নাইটলি বলেন, “আমি আশা করি, তহবিল সংগ্রহ করার প্রক্রিয়াটি চলমান থাকবে। যাতে এর মাধ্যমে আমরা নির্যাতিতাদের সহযোগিতা করতে পারি।”

তথ্যসূত্র: কন্টাক্টমিউজিকডটকম

Comments

The Daily Star  | English

The Daily Star, HSBC honour high achievers in O- and A-Level exams

To commemorate the victims of the July Uprising, the programme began with a one-minute silence, followed by the rendition of the national anthem

1h ago