যৌন নির্যাতনের মুখে পড়েছিলেন অভিনেতা সাকিব

Saqib Saleem
বলিউড অভিনেতা সাকিব সালিম। ছবি: সংগৃহীত

বলিউডে যৌন নির্যাতনের অভিযোগের তালিকা যেনো বেড়েই চলছে দিনকে দিন। সেখানে নারীদের হয়রানির খবরগুলো প্রকাশ্যে আসার পাশাপাশি এবার এলো একজন পুরুষেরও নির্যাতনের মুখে পড়ার খবর। তবে নির্যাতনকারী হিসেবে আবারও সামনে এলো একজন পুরুষেরই কুর্কীতির কথা।

‘মুঝে ফ্রেন্ডশিপ করোগি’ দিয়ে বলিউডে আসা অভিনেতা-মডেল সাকিব সালিম জানালেন তার তিক্ত অভিজ্ঞতার কথা। ভারতে যৌন হয়রানিবিরোধী চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানাতে গিয়ে তিনি বলেন, “যখন বয়স ছিলো ২১ বছর তখন এক ব্যক্তি আমাকে হেনস্তা করার চেষ্টা করেন। তবে আমি তার নাম বলতে চাই না।… সেই ব্যক্তি আমার প্যান্টের মধ্যে হাত দিয়ে বসেছিলেন।”

এই ‘রেস ৩’ অভিনেতা আরও বলেন, “আমার অনেক সমকামী বন্ধু রয়েছেন। তারা আমার চমৎকার বন্ধু। আমি কোনো মানুষকে তার যৌনতা দিয়ে বিচার করি না। আমি মনে করি, এটি একজনের ব্যক্তিগত বিষয়।”

“তবে আমি যখন এমন হেনস্তার মধ্যে পড়ি তখন সেই ব্যক্তিকে এর জন্যে উচিত শিক্ষা দিয়েছিলাম।… সে জন্যে আমি ভয়ও পেয়েছিলাম। কেননা, একে তো বয়স ছিলো কম তার ওপর ইন্ডাস্ট্রিতে নতুন এসেছি,” যোগ করেন সাকিব।

নারীদের যৌন হেনস্তার মুখে পড়ার বিষয়টি তাকে খুব বিব্রত করে বলে উল্লেখ করেন তিনি। এসব হেনস্তাকারীদের কঠিন শাস্তিরও দাবি জানান এই অভিনেতা।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

8h ago