‘কালপ্রিট’ শাকিব খান

Shakib Khan
অভিনেতা শাকিব খান। ছবি: স্টার

শাকিব খান এবার আদালতের কাঠগড়ায়। তবে কার জন্য তিনি আদালতে তা জানা যাবে ‘কালপ্রিট’ ছবিতে। এর গল্পে দেখা যাবে দুটি খুনের মামলা রয়েছে শাকিব খানের বিরুদ্ধে। আর তাকে বাঁচাতে আদালতে ছুটি আসবেন শবনম বুবলী।

শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটির এমন একটি দৃশ্যে অংশ নিয়েছেন শাকিব খান ও বুবলী। প্রথমে ছবিটির নাম ছিল ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’। এখন নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘কালপ্রিট’। ছবিটি পরিচালনা করছেন শাহিন সুমন।

পরিচালক শাহিন সুমন দ্য ডেইলি স্টার অনলাইনক বলেন, “গল্পের প্রয়োজনেই কাঠগড়ায় দাঁড়িয়েছেন শাকিব খান। তার বিরুদ্ধে দুটি খুনের মামলা রয়েছে। এফডিসিতে আর দুদিন শুটিং করবো এই দৃশ্যের। এরপর কিছু ফাইটিংয়ের শুটিং হবে।”

‘কালপ্রিট’-এ আরও অভিনয় করছেন নবাগতা মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ।

Comments

The Daily Star  | English

Licence to fly: Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

11h ago