বক্স অফিসে কেমন করছে ‘মান্টো’?

ভারতের বক্স অফিস গত শুক্রবার থেকে দেখছে দুটি ভিন্নধর্মী চলচ্চিত্র। একটি নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ‘মান্টো’, অপরটি শহিদ কাপুর ও শ্রদ্ধা কাপুরের ‘বাত্তি গুল মেতের চালু’।

‘মান্টো'-এর ট্রেইলার

ভারতের বক্স অফিস গত শুক্রবার থেকে দেখছে দুটি ভিন্নধর্মী চলচ্চিত্র। একটি নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত ‘মান্টো’, অপরটি শহিদ কাপুর ও শ্রদ্ধা কাপুরের ‘বাত্তি গুল মেতের চালু’।

প্রখ্যাত উর্দু কথাসাহিত্যিক সাদাত হাসান মান্টোর জীবনীচিত্র ‘মান্টো’ নিয়ে পরিচালক নন্দিতা দাশ এ বছর কান চলচ্চিত্র উৎসবে যখন আসেন তখন তিনি বিদেশি দর্শকদের কাছে বেশ ‘বাহবাহ’ পেয়েছিলেন। সেসময় ভারতের গণমাধ্যমগুলো বেশ আগ্রহ দেখায় ছবিটির প্রতি। তুলে ধরে মান্টোর ইতিহাস ও নন্দিতার দক্ষতার কথা।

আইএমডিবি জরিপে ‘মান্টো’ ১০ এর মধ্যে পেয়েছে ৭.৯। টুইটার রিভিউয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকী পেয়েছে ‘সেরা অভিনয়ের’ স্বীকৃতি।

বক্সঅফিসইন্ডিয়াডটকমের হিসাবে দেখা যায় গত চারদিনে ‘মান্টো’ আয় করেছে দুই কোটি রুপি। মুক্তির প্রথম দিনে এটি ৪৫ লাখ রুপি আয় করলেও গত তিনদিনে আয় করেছে এক কোটি ৯৫ লাখ রুপি।

এদিকে, ‘মান্টো’-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে ‘বাত্তি গুল মেতের চালু’। এতে অভিনয় করেছেন শহিদ ও শ্রদ্ধা কাপুর। সামাজিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি গত তিনদিনে আয় করেছে সাড়ে ২১ কোটি রুপি। মুক্তি প্রথম দিনে তথা গত শুক্রবার এটি আয় করে সোয়া ছয় কোটি রুপি।

এছাড়াও, গত ৩০ আগস্ট মুক্তি পাওয়া ‘স্ত্রী’ এবং ৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘মানমারজিয়ান’ ভারতের বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করে চলছে। শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী’ নাম লিখিয়েছে ১০০ কোটি রুপির ক্লাবে। আর অভিষেক বচ্চন ও তাপসী পান্নু অভিনীত ‘মানমারজিয়ান’ আয় করেছে প্রায় ২৪ কোটি রুপি।

Comments

The Daily Star  | English

Dubious cases weaken quest for justice

A man named Labhlu Mia was shot dead in the capital’s Uttara during protests on the morning of August 5.

4h ago