‘বানান ভুল হয়নি, এটাই ঠিক’
গত সপ্তাহে ভারতীয় সংবাদমাধ্যমে খবর বের হয়েছিলো যে নতুন করে মামলা খেতে যাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। সেই মামলার কারণও উল্লেখ করা হয়েছিলো। নতুন ঝামেলাটিকে আগে থেকেই আঁচ করতে পেরে তা এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ভাইজান।
ভারতের বিহার রাজ্যের মোজাফফরপুর জেলা আদালত স্থানীয় পুলিশকে নির্দেশ দিয়েছেন ‘সুলতান’ অভিনেতার বিরুদ্ধে এজহার (এফআইআর) দায়েরের। কারণ, আগামী ৫ অক্টোবর মুক্তি পেতে যাওয়া সালমান খান প্রযোজিত সিনেমার নাম ‘লাভরাত্রি’ রাখার মাধ্যমে সনাতন ধর্মের পবিত্র উৎসব ‘নবরাত্রি’-কে হেয় করা হয়েছে- এমন অভিযোগ উঠে ভাইজানের বিরুদ্ধে।
শুধু তাই নয় ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জেলে ঢোকানোর হুমকিও আসে বিভিন্ন দিক থেকে।
ছবিটি নিয়ে যাতে কোনো বিতর্ক বা সংঘাত সৃষ্টি না হয় সে জন্যেই এর মুক্তির আগেভাগেই নাম বদলে দেওয়া হলো। ‘লাভরাত্রি’ হয়ে গেলো ‘লাভযাত্রী’।
আরও পড়ুন: নতুন মামলায় সালমান খান
আজ (১৯ সেপ্টেম্বর) এক টুইটার বার্তায় ভাইজান জানান, “বানান ভুল হয়নি, এটাই ঠিক।” অর্থাৎ, এখন থেকে এটি আর ‘লাভরাত্রি’ নয়, বরং ‘লাভযাত্রী’। বিষয়টি পরিষ্কার করতে ছবিটির নামের সংশোধিত বানান সম্বলিত একটি পোস্টারও বার্তায় জুড়ে দেন সাল্লুভাই।
উল্লেখ্য, পরিচালক অভিরাজ মিনাওয়ালার ‘লাভযাত্রী’-র মাধ্যমে অভিনয়শিল্পী হিসেবে বলিউডে অভিষেক হতে যাচ্ছে আয়ুশ শর্মা এবং ওয়ারিনা হোসেনের।
This is not a spelling mistake... #loveyatri #lovetakesover...@SKFilmsOfficial @aaysharma @Warina_Hussain @abhiraj21288 @TSeries pic.twitter.com/WcI5tbXkke
— Salman Khan (@BeingSalmanKhan) September 18, 2018
Comments