তরুণদের নিয়ে আত্মবিশ্বাসী মাশরাফি

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের আগে মাশরাফি মুর্তজা

পাঁচ সিনিয়র ক্রিকেটারের বাইরে দলের তরুণ ক্রিকেটাররা ওইভাবে পারফর্ম করতে না পারায় উদ্বেগ বাড়ছিল বাংলাদেশ দলে। তবে এশিয়া কাপে অধিনায়ক মাশরাফি মর্তুজা সেই তরুণদের উপরই রাখছেন ভরসার হাত। তার বিশ্বাস তরুণরা এবার বড় মঞ্চে নিজেদের জাত চেনাবে।

২০১২ সালের এশিয়া কাপে সিনিয়র-জুনিয়র ক্রিকেটারদের সম্মিলিত নৈপুণ্যের জোরে শিরোপার খুব কাছে যেতে পেরেছিল বাংলাদেশ। দল হিসেবে পারফর্ম করতে হলে যার বিকল্পও আসলে নেই। কিন্তু গত কদিন ধরে দলের তরুণরা পারফরম্যান্সের দিক থেকে অধারাবাহিক। তারমধ্যে মাঠের বাইরের ঘটনায় হচ্ছেন বারবার সমালোচিত।

আগের সব তেতো ঘটনা পাশ সরিয়ে বর্তমান দলে যারা আছেন তাদের নিয়ে ভরপুর আত্মবিশ্বাস অধিনায়কের কণ্ঠে, ‘আমি আত্মবিশ্বাসী ওদের নিয়ে।  আমার বিশ্বাস যে ওরা ভাল করবে। যদি লম্বা খেলার সুযোগ পায় তবে ভাল করবেই। কয়েকজন সম্প্রতি ভাল করছে, যদি অনুশীলন ম্যাচ বলেন বা যেকোনো ম্যাচেও। যারা ভালো খেলেছে তাদের উপর অবশ্যই আমরা আস্থা রাখছি। রাখতে হবে।’

তবে কাউকেই ঠিক জুনিয়র বা আনকোরা বলতেও আপত্তি অধিনায়কের। আন্তর্জাতিক ক্রিকেটে দলের সবাইই এখন বেশ পোক্ত, ‘এখন তো বেশিরভাগ ক্রিকেটার কেউ তিন বছর, কেউ চার বছর। অনেকে আবার আট বছরও হয়ে গেছে আমাদের পাঁচজন ছাড়া। তাদেরকেও এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক ম্যাচের যে চাপ থাকে অবশ্যই তাদের মানিয়ে নেওয়ার কথা। তারা পারফর্ম করবে আশা করছি।’

মাশরাফির উপলব্ধি কেবল সিনিয়রদের উপর ভরসা করে গোটা টুর্নামেন্ট জেতা শক্ত, ‘সব সময় তো আসলে চার-পাঁচজন দিয়ে এইধরনের টুর্নামেন্ট জেতা যাবে না। সবারই কখনো কখনো ব্যাড প্যাচ যাবে। তো দল হিসেবে ভাল করার জন্যও তরুণদের ভাল করা দরকার। এখন পর্যন্ত যত ম্যাচ জিতেছি দল হিসেবেই জিতেছি। কাজেই তাদের এগিয়ে আসা খুব দরকার।’

 

Comments

The Daily Star  | English

Matarbari project director sold numerous project supplies

Planning Adviser Prof Wahiduddin Mahmud today said the Matarbari project director had sold numerous project supplies before fleeing following the ouster of the Awami League government on August 5.

1y ago