‘এত সমালোচনার মধ্যেও মাঠের খেলাটা ঠিক আছে, উইকেট ভালো’

Mashrafe Mortaza
মাশরাফি বিন মর্তুজা। ছবি: ফিরোজ আহমেদ

বিপিএল শুরুর আগে ব্যবস্থাপনা নিয়ে সমালোচনায় সাকিব আল হাসানের সঙ্গে তাল মিলিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজাও। তবে খেলা শুরুর পর সাকিবসহ কয়েকজন খেলোয়াড়ের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়ায় আর সায় দিলেন না মাশরাফি। সিলেট স্টাইকার্সের অধিনায়কের মতে, অনেক কিছু নিয়ে সমালোচনা হলেও বিপিএলে মাঠের খেলাটা কিন্তু হচ্ছে ভালো, পাওয়া যাচ্ছে ভালো উইকেট।

মঙ্গলবার রাতে ঢাকায় প্রথম ধাপের শেষ ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ডমিনেট করে পরাজিত করে মাশরাফির স্টাইকার্স। টুর্নামেন্টে তার দল তুলে নেয় টানা চতুর্থ জয়। এই ম্যাচের আগে ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স ম্যাচে ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। বরিশালের ইনিংস শুরুর আগে কোন ব্যাটার স্ট্রাইক নেবেন তা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে নিয়ম ভেঙ্গে মাঠে ঢুকে উত্তেজনা ছড়ান সাকিব।

খেলা শুরুর পর আম্পায়ারের দেওয়া আউটের  সিদ্ধান্ত না মেনে দাঁড়িয়ে থেকে তর্কে জড়ান এনামুল হক বিজয়। এর আগের ম্যাচেও সাকিবকে একটি ওয়াইড না দেওয়া নিয়ে তেড়ে যেতে দেখা যায় আম্পায়ারের দিকে।

এসব বিষয় মাশরাফি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,  'আমাদের খেলোয়াড়দের থেকে এত বেশি প্রতিক্রিয়া না আসাই ভালো, খেলার দিকে মনোযোগী হওয়া উচিত।'

ডিআরএস না থাকা নিয়ে শুরু থেকেই সমালোচনায় বিদ্ধ বিপিএল কর্তৃপক্ষ। টুর্নামেন্টের প্রসার না বাড়া নিয়ে সমালোচনা তো আছেই। প্রতি বছর এরসঙ্গে যোগ হতো উইকেটের বেহাল অবস্থাও। এবার সেখানে আছে কিছুটা স্বস্তি। শৈত্য প্রবাহের কারণে প্রথম কয়েক ম্যাচ ছাড়া মিরপুরেও উইকেট পাওয়া যাচ্ছে বেশ ভালো। এই জায়গায় ইতিবাচক ব্যাপার দেখছেন মাশরাফি,  'উইকেট ভালো হলে ওদের (তরুণ ব্যাটার) জন্য খেলা সহজ হয়। এমনিতে উইকেট তো চট্টগ্রামে গেলেই শুধু ভালো পাওয়া যায়। এরকম উইকেট তো পাওয়া যায় না (মিরপুরে)। গত তিন দিন যে উইকেট আমরা দেখলাম, দারুণ উইকেট। এরকম উইকেট হলে কিছু ক্রিকেটার আমরা তৈরি করতে পারব। এটা খুব ভালো দিক যে এত সমালোচনার মধ্যেও মাঠের খেলাটা ঠিক আছে। উইকেট ভালো।'

'এই উইকেটে এবার ব্যাটসম্যানরা ভালো ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, বোলারদের জন্য ভালো হচ্ছে। এরকম উইকেটে খেলা হলে বোলারদেরও সামর্থ্য বাড়তে থাকে যে, এখানে জায়গা দিলে (ব্যাটসম্যানকে), স্কিল না থাকলে সমস্যা হবে। এরকম উইকেটে খেলা হলে ভালো হবে। এবার হাজার কথার ভেতরেও এই একটা ব্যাপার যে অন্তত উইকেট ভালো, খেলাটা ভালো হচ্ছে।'

ডিআরএসের বিকল্প হিসেবে গতবারের মতো এডিআরএস রেখেছে বিসিবি। তবে এই প্রযুক্তি সন্দেহ দূর করার বদলে বাড়িয়ে দিচ্ছে সংশয়। মাশরাফি মনে করেন, সব কিছু শক্তভাবে সামলাতে হবে মাঠের আম্পায়ারদেরই, তাদের সামনে আছে সে সুযোগ,  'বাইরে থেকে আম্পায়ার এনে (কাজ চালানো যায়)… কিন্তু আমি বলব, আমাদের আম্পায়ারদেরও সুযোগ দিতে হবে নিজেদেরকে মেলে ধরার। তারা এখন থেকে যদি কিছু শেখে, তাহলে ভালো। কিছু ভুল সিদ্ধান্ত আসলে হবেই, এটা স্বাভাবিক। যেহেতু স্নিকো বা অন্যান্য কিছু নেই। আমার কাছে মনে হয়, কিছু সাহসী সিদ্ধান্ত যদি নেওয়া যায় মাঠে, আম্পায়াররা যদি দিতে পারে, যেরকম আমরা বাইরে দেখি বা আন্তর্জাতিক ম্যাচে… সেরকম স্ট্যান্ডার্ড সেট করতে হলে আম্পায়ারদেরও কিছু পদক্ষেপ নিতে হবে মাঠে।'

'অনেক কিছু ভালো হতে পারত, অনেক সীমাবদ্ধতা আছে। তবে টুর্নামেন্ট যখন মাঠে গড়িয়েছে… দেখুন, আমরা আগে একবার প্রায় দুইশ তাড়া করে জিতেছি, আজকে দুইশ করেছি, অন্যান্য ম্যাচে ১৬০ রান তাড়া করছে, ক্রিকেটারদের একটা অভ্যাস গড়ে উঠছে। দিন শেষে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। তবে আম্পায়ার যদি তার লেভেল ওপরে নিতে না পারে, এটা তার ব্যাপার।'

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

4h ago