নতুন মামলায় সালমান খান

Salman Khan
বলিউড অভিনেতা সালমান খান। ছবি: সংগৃহীত

মামলা যেন পিছু ছাড়ছে না বলিউডের ‘সুলতান’ সালমান খানের। কেননা, ভারতের বিহার রাজ্যের মোজাফফরপুর জেলা আদালত স্থানীয় পুলিশকে নির্দেশ দিয়েছেন অভিনেতার বিরুদ্ধে এজহার (এফআইআর) দায়েরের।

নির্দেশে বলা হয়েছে, আগামী অক্টোবরে মুক্তি পেতে যাওয়া ‘লাভরাত্রি’ চলচ্চিত্রে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ছবিটির প্রযোজক সালমান খান, পরিচালক অভিরাজ মিনাওয়ালা এবং ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সব শিল্পী, কলাকুশলীর বিরুদ্ধে এজহার দায়ের করা হোক।

গতকাল (১২ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়, আইনজীবী সুধীর কুমার ওঝার অভিযোগের ভিত্তিতে সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (পূর্ব) শৈলেন্দ্র রাই মিঠানপুরা থানা পুলিশকে এই নির্দেশ দিয়েছেন।

খবরে আরও বলা হয়, ওঝা মনে করেন, সনাতন ধর্মের পবিত্র উৎসব ‘নবরাত্রি’-কে হেয় করা হয়েছে ছবিটির নাম ‘লাভরাত্রি’ রাখার মাধ্যমে। ছবিটি আগামী ৫ অক্টোবর মুক্তি দেওয়ার ঘোষণার মাধ্যমেও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে বলে মনে করেন সেই আইনজীবী।

এছাড়াও, ছবিটির প্রমোশনাল দেখে ওঝার মনে হয়েছে এতে অনেক অশ্লীলতা রয়েছে।

উল্লেখ্য, ‘লাভরাত্রি’-র মাধ্যমে অভিনয়শিল্পী হিসেবে আয়ুশ শর্মা এবং ওয়ারিনা হোসেনের অভিষেক হতে যাচ্ছে বলিউডে।

Comments

The Daily Star  | English

Consumption culture only producing waste: Prof Yunus

The chief adviser, at COP29, calls for a new economic framework to tackle climate crisis

39m ago