শ্রীদেবীর ভাস্কর্য হতে যাচ্ছে সুইজারল্যান্ডে
সুইজারল্যান্ডে প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর ভাস্কর্য স্থাপনের বিষয়টি চিন্তাভাবনা করছে দেশটির কর্তৃপক্ষ। কেননা, অভিনেত্রীর সুপারহিট ‘চাঁদনি’ চলচ্চিত্রটির বিভিন্ন অংশের শুটিং হয়েছিলো সেই দেশটির বিভিন্ন স্থানে।
এর আগে তথা ২০১৬ সালে মধ্য সুইজারল্যান্ডের ইন্টারলাকেনে স্থাপন করা হয় ‘চাঁদনি’-র নির্মাতা যশ চোপড়ার ভাস্কর্য। দেশটির এক শীর্ষ কর্মকর্তার নাম প্রকাশ না করে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া আজ (১০ সেপ্টেম্বর) এ খবর জানায়।
সেই কর্মকর্তা বলেন, “প্রয়াত যশ চোপড়ার অনেক চলচ্চিত্রের শুটিং সুইজারল্যান্ডে হয়েছিলো। আল্পস পর্বতমালার এই দেশটির সৌন্দর্য তিনি ভারতীয়দের সামনে তুলে ধরেছিলেন। এখন আমরা প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ভাস্কর্য স্থাপনের কথা ভাবছি। কেননা, সুইজারল্যান্ডের পর্যটন তুলে ধরতে তিনিও অবদান রেখেছেন।”
আর সে কারণে শ্রীদেবীর ভাস্কর্য স্থাপনের প্রস্তাব এসেছে বলে জানান সেই কর্মকর্তা।
উল্লেখ্য, ১৯৮৯ সালে নির্মিত ‘চাঁদনি’ চলচ্চিত্রের অনেক গান ও নাচের দৃশ্য সুইজারল্যান্ডের বিভিন্ন স্থানে ধারণ করা হয়। ছবিটির পরিচালক যশ চোপড়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুইজারল্যান্ডের ইন্টারলাকেন শহরের স্থানীয় প্রশাসন ২০১১ সালে তাকে ‘অ্যাম্বেসাডর অব ইন্টারলাকেন’ উপাধি দেয়। এখন তারা ছবিটির অভিনেত্রী শ্রীদেবীর একটি ভাস্কর্য স্থাপনের কথা ভাবছে।
Comments