মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ

ফাইল ছবি

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। প্রথম দুই ম্যাচেই জয়। ওমানকে ২-১ গোলে হারানোর পর কাজাখস্তানকে হারিয়েছিল ৬-১ গোলে। তবে তৃতীয় ম্যাচে এসেই বাস্তবতা বুঝতে পারলো দলটি। নিজেদের তৃতীয় গ্রুপ ম্যাচে মালয়েশিয়ার কাছে ০-৭ গোলে হেরেছে বাংলাদেশ।

শক্তির দিক থেকে বাংলাদেশ থেকে ঢের এগিয়ে মালয়েশিয়া। তাই বিশ্ব হকির অন্যতম পরাশক্তি দলটির বিপক্ষে লক্ষ্যটা ছিল যত সম্ভব কম ব্যবধানে হারা। তবে শেষ পর্যন্ত বড় হারই জুটল ইমান গোবিনাথন কৃষ্ণমুর্তির শিষ্যদের।

শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে মালয়েশিয়াকে আটকে রেখেছিল দলটি। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে গোল খায় ৩টি করে। তাতেই বড় হার নিশ্চিত হয় তাদের। এরপর শেষ কোয়ার্টারের এক গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মালয়েশিয়া।

১৭ ও ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দু’টি গোল করেন মোহাম্মদ রাজি। ২৮ মিনিটে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ আমিরুল। ৩১ মিনিটে সারি ফজল ও ৩৮ মিনিটে হুইজেন স্যামুয়েল গোল করেন। ৪৪ মিনিটে নূর নাবিল ও শেষ কোয়ার্টারে মোহাম্মদ ফেরহান মালয়েশিয়ার পক্ষে সপ্তম গোলটি করেন।

নিজেদের চতুর্থ ম্যাচে খেলবে রোববার থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে লড়বে ২৮ আগস্ট।

Comments