‘দিন’-এর জন্যে ইরানে অনন্ত জলিল

অনন্ত জলিল ‘দিন- দ্য ডে’ নামে ছবি নির্মাণ করতে যাচ্ছেন এটি পুরনো খবর। নতুন খবর হলো, ছবিটি ইরানের সঙ্গে যৌথভাবে তৈরি করার প্রস্তাব নিয়ে সে দেশ ভ্রমণ করছেন তিনি।
Alireza Tabesh and Ananta Jalil
তেহরানে ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলিরেজা তাবেশ-এর সঙ্গে অভিনেতা-পরিচালক অনন্ত জলিল। ছবি: ফারাবি সিনেমা ফাউন্ডেশন

অনন্ত জলিল ‘দিন- দ্য ডে’ নামে ছবি নির্মাণ করতে যাচ্ছেন এটি পুরনো খবর। নতুন খবর হলো, ছবিটি ইরানের সঙ্গে যৌথভাবে তৈরি করার প্রস্তাব নিয়ে সে দেশ ভ্রমণ করছেন তিনি।

ইরানের প্রযোজনা প্রতিষ্ঠান ফারাবি সিনেমা ফাউন্ডেশনের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানান চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তারা জানান, গত ১৮ জুন ইরানের রাজধানী তেহরানে ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলিরেজা তাবেশ-এর সঙ্গে অনন্ত জলিলের আলোচনা হয়েছে। আগামী নভেম্বর মাস থেকে ‘দিন- দ্য ডে’ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

ওদিকে, ফারাবি সিনেমা ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তির ভিত্তিতে ইরানি সংবাদমাধ্যম তেহরান টাইমসের এক প্রতিবেদনে গত ১৯ জুন বলা হয়, বাংলাদেশি অভিনেতা, পরিচালক ও প্রযোজক অনন্ত জলিল ইসলামের শান্তির বার্তা তুলে ধরে একটি চলচ্চিত্র বানাতে চান। সে জন্যে তিনি ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক আলিরেজা তাবেশ-এর সঙ্গে দেখা করে ইরানি প্রতিষ্ঠানটির সহযোগিতার বিষয়ে কথা বলেন।

জলিলের প্রস্তাবে আলিরেজা বলেন, “এটি খুবই আনন্দের বিষয় যে বিশ্বের সমকালীন একটি বিষয়ের ওপর তিনি আলোকপাত করেছেন। এ ধরণের বিষয়ের ওপর বিশ্ব-চলচ্চিত্র, বিশেষ করে এই অঞ্চলের চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টদের কাজ করা প্রয়োজন।”

“আমরা ইরান এবং বাংলাদেশের যৌথ প্রযোজনার কাজে আগ্রহী। কিন্তু, সবার আগে প্রয়োজন এমন একটি চিত্রনাট্য তৈরি করা যা আমাদের দুই পক্ষকেই সন্তুষ্ঠ করবে,” যোগ করেন ফারাবি সিনেমা ফাউন্ডেশনের পরিচালক।

তিনি আরও বলেন, জলিল চলচ্চিত্রটির পুরো শুটিং ইরানে করতে চান যাতে দেশটির ভৌগোলিক সৌন্দর্য বাংলাদেশি তথা বিশ্ববাসীর সামনে তুলে ধরা যায়।

এদিকে, চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, ছবিটিতে অভিনয় করবেন অনন্ত জলিল এবং বর্ষা। ছবির গল্প অনন্ত জলিলের হবে, তবে চিত্রনাট্য ও সংলাপ লিখবেন ছটকু আহমেদ।

উল্লেখ্য, এক সপ্তাহের ইরান সফর শেষে আগামী ২৩ জুন ঢাকায় ফিরবেন অনন্ত জলিল।

Comments

The Daily Star  | English
Israel strikes on Lebanon

Israeli airstrikes kill 356 in Lebanon

Israel launched airstrikes against hundreds of Hezbollah targets yesterday, killing 356 people and sending tens of thousands fleeing for safety on Lebanon’s deadliest day in decades, according to authorities.

7h ago