আর্জেন্টিনার 'গোপন অস্ত্র' চায় আর্সেনাল-চেলসি

জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন মাত্র ৫টি ম্যাচ। শুরু থেকেই প্রতিভার সাক্ষর রেখেছিলেন। তবে ঘরের মাঠে হাইতির বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দুর্দান্ত পারফর্ম রাতারাতি তারকা খ্যাতি এনে দেয় বোকা জুনিয়র্সের তরুণ ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পাভনকে। শুধু তাই নয় ওই ম্যাচে তার পারফরম্যান্স দেখে তাকে দলে পেতে আগ্রহী হয়ে উঠেছে ইংলিশ ক্লাব আর্সেনাল ও চেলসি।
pavon
হাইতির বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাভন। ছবি : রয়টার্স

জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন মাত্র ৫টি ম্যাচ। শুরু থেকেই প্রতিভার সাক্ষর রেখেছিলেন। তবে ঘরের মাঠে হাইতির বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দুর্দান্ত পারফর্ম রাতারাতি তারকা খ্যাতি এনে দেয় বোকা জুনিয়র্সের তরুণ ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পাভনকে। শুধু তাই নয় ওই ম্যাচে তার পারফরম্যান্স দেখে তাকে দলে পেতে আগ্রহী হয়ে উঠেছে ইংলিশ ক্লাব আর্সেনাল ও চেলসি।

আর্জেন্টিনার দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি। তার সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারলেই অধরা শিরোপা স্বপ্নটা চওড়া হয় আর্জেন্টাইনদের। হাইতির বিপক্ষে সে কাজটা খুব ভালো মতোই করেছেন পাভন। তার খেলায় দারুণ মুগ্ধ আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলি হতে শুরু করে অধিনায়ক মেসিও। তাকে 'গোপন অস্ত্র' বলে বেশ ফলাও করে ছাপায় আর্জেন্টাইন গণমাধ্যম। ফলে পাভনে বেশ ভালোভাবেই মজেছে ইউরোপিয়ান দলগুলো।

সদ্যই আর্সেনালের দায়িত্ব নিয়েছেন উনাই এমেরি। প্রিমিয়ার লিগে দলকে সেরা চারে আনার মিশনে গ্রীষ্মের দলবদলে ভালো কিছু করতে চান তিনি। তার অংশ হিসেবে আর্জেন্টিনার নতুন তারকা পাভনের দিকে চোখ দিয়েছেন এ কোচ। বোকা জুনিয়র্স কর্তৃপক্ষের সঙ্গে এমেরি এর মধ্যেই কথা বলেছেন বলে সংবাদ প্রকাশ করেছে আর্জেন্টিনার গণমাধ্যমগুলো। তাদের দাবি সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার বড় সম্পদ ভেবেই পাভনের প্রতি আগ্রহ দেখিয়েছেন এমেরি।

তবে বোকা জুনিয়র্স এখনই পাভনকে বিক্রি করতে রাজি হয়নি। তারা আশা করছে বিশ্বকাপে আরও ভালো কিছু করবে পাভন। আর তাতে কিছুটা দাম বাড়িয়ে নেওয়াই লক্ষ্য তাদের। তবে পাভনকে পেতে স্বদেশী ক্লাব চেলসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে আর্সেনালকে। কারণ পাভনের প্রতি আগ্রহ দেখিয়েছে তারাও। বোকা জুনিয়র্সও দুই পক্ষের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছে।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

2h ago