কলকাতার চলচ্চিত্রে ‘নূরজাহান’ হচ্ছেন অপু বিশ্বাস

বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবার অভিনয় করছেন কলকাতার চলচ্চিত্রে। ছবিটির নাম ‘শর্টকাট’। প্রখ্যাত কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে তৈরি হতে যাওয়া এই চলচ্চিত্রে অপু অভিনয় করবেন নূরজাহান চরিত্রে।
apu biswas
অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি: স্টার

বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস এবার অভিনয় করছেন কলকাতার চলচ্চিত্রে। ছবিটির নাম ‘শর্টকাট’। প্রখ্যাত কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে তৈরি হতে যাওয়া এই চলচ্চিত্রে অপু অভিনয় করবেন নূরজাহান চরিত্রে।

আজ (৪ জুন) থেকে ছবিটির শুটিং শুরু হলেও ‘কোটি টাকার কাবিন’-অভিনেত্রীর শুটিং শুরু হবে আগামীকাল থেকে। এ কথা আজ দুপুরে কলকাতা থেকে মুঠোফোনে দ্য ডেইলি স্টার অনলাইনকে এ কথা জানান তিনি।

অপু বলেন, “ছবিটিতে আমি নূরজাহান চরিত্রে অভিনয় করছি। এটি একটি চমৎকার চরিত্র। এ নিয়ে আগে-ভাগেই কিছু বলতে চাই না। আর আমার শুটিং শুরু হবে আগামীকাল।”

এদিকে, কলকাতার একটি বহুল প্রচারিত দৈনিকে আজ বলা হয়, কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। নাম ‘শর্টকাট’। এটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক সুবীর মন্ডল। স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র পরিচালনা করলেও এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন তিনি।

ছবিটিতে অভিনয় করছেন বাংলাদেশের অপু বিশ্বাস, অরিন, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু, চন্দন সেন প্রমুখ। ছবিটির সংগীতের দায়িত্বে থাকছেন নচিকেতা নিজেই।

দুই যুবকের গল্প নিয়ে তৈরি হতে যাওয়া ‘শর্টকাট’-এ দেখা যাবে বিত্তবান পরিবারের এক ছেলে আর ঠিক পাশের বস্তিতে থাকা আরেকটি ছেলে। আপাতদৃষ্টিতে দুজনের অবস্থান আলাদা হলেও তাদের দুজনের জীবনেই ব্যর্থতা রয়েছে। তবে কোথাও গিয়ে তারা যেন মিলে যায়।

পরিচালক পত্রিকাটিকে বলেন, ‘‘আমাদের সকলের মধ্যেই একটা শর্টকাট নেওয়ার প্রবণতা দেখা যায়। পরিণতিতে কেউ সফল, কেউ ব্যর্থ।” এ পরিস্থিতি থেকে সেই যুবকরা বেরোতে পারে কিনা সেটি নিয়েই গল্প, যোগ করেন তিনি।

আজ থেকেই ছবিটির শুটিং শুরু হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে তবে এটি কবে মুক্তি পাবে সে সম্পর্কে কিছু বলা হয়নি।

Comments

The Daily Star  | English

Army chief pledges support for Yunus' interim government 'come what may'

He vowed to support the interim government in completing reforms and holding elections within next 18 months

56m ago