ভিডিও বার্তায় ‘দেবী’ মুক্তির ঘোষণা দিলেন চঞ্চল চৌধুরী

নিজের জন্মদিনে দর্শকদের শুভেচ্ছার উত্তর দেওয়ার পাশাপাশি চঞ্চল চৌধুরী ঘোষণা দিলেন ‘দেবী’ মুক্তির তারিখ। জানালেন, প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে এই চলচ্চিত্রটি। এতে তিনি রয়েছেন জনপ্রিয় মিসির আলীর চরিত্রে।

নিজের জন্মদিনে দর্শকদের শুভেচ্ছার উত্তর দেওয়ার পাশাপাশি চঞ্চল চৌধুরী ঘোষণা দিলেন ‘দেবী’ মুক্তির তারিখ। জানালেন, প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে এই চলচ্চিত্রটি। এতে তিনি রয়েছেন জনপ্রিয় মিসির আলীর চরিত্রে।

আজ (১ জুন) সকালে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “এই ছবিটি কবে রিলিজ হবে এটা নিয়ে দর্শকদের মধ্যে অনেক আগ্রহ। অনেকে আমাকে ফোন করে, ফেসবুকে, নানানভাবে জিজ্ঞাস করছেন, রাস্তাঘাটে দেখা হলে জিজ্ঞাস করছেন, ‘দেবী’ কবে রিলিজ হবে?”

“আজকে সেই শুভ সংবাদটি আপনাদের জানাতে চাই।… এই ঈদের পরপরই রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু, সেটা হচ্ছে না। কোরবানি ঈদের পরে… ৭ই সেপ্টেম্বর ২০১৮ তারিখে ‘দেবী’ সিনেমা হলে মুক্তি পাবে,” যোগ করেন ‘আয়নাবাজি’-খ্যাত এই অভিনেতা।

সবাইকে ‘দেবী’ দেখার আমন্ত্রণও জানান তিনি।

এর আগে, গত ১৫ এপ্রিল জাজ মাল্টি মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ চলচ্চিত্রের দুই মিনিট আট সেকেন্ডের টিজার। সেখানে দেখা মেলে জয়া আহসান ও শবনম ফারিয়ার। চঞ্চল চৌধুরীর আজকের ভিডিও বার্তাটি জাজ এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Army chief pledges support for Yunus' interim government 'come what may'

He vowed to support the interim government in completing reforms and holding elections within next 18 months

56m ago