বিশ্বকাপ ব্রাজিলই জিতবে, বিশ্বাস নেইমারের

neymar
ছবি : রয়টার্স

বিশ্বকাপের ডামাডোল শুরু হয়ে গেছে অনেক আগেই। রাশিয়া বিশ্বকাপে শিরোপা কার হাতে উঠবে এ নিয়ে আলোচনার শেষ নেই। ব্রাজিল, স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, জার্মানিকেই ফেভারিট মানছেন সবাই। তবে এবার বিশ্বকাপটা ব্রাজিলই জিতবে বলে আত্মবিশ্বাসী দলের অধিনায়ক নেইমার।

ঘরের মাঠে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প শেষে সোমবার লন্ডনের বিমান ধরেছে ব্রাজিল দল। টটেনহ্যামের মাঠে আগামী ৮ জুন পর্যন্ত ক্যাম্প করবে দলটি। এর আগে বিমানবন্দরে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নেইমার। সেখানেই বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস ঝরে তার কণ্ঠে, ‘আমি ব্রাজিলকেই শীর্ষে দেখছি। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের অনেকগুলো ভালো খেলোয়াড় আছে। তিতে আমাদের বলে দিয়েছেন, রাশিয়া আমরা যাচ্ছি বিশ্বকাপ জিততেই।’

বিশ্বকাপের গত আসরটি হয়েছিলো ব্রাজিলে। ঘরের মাঠে সেবারও ফেভারিট ছিলো তারা। কিন্তু সেমিফাইনালে দুর্ভাগ্যজনকভাবে জার্মানির কাছে বিধ্বস্ত হয় দলটি। ইনজুরির কারণে সেই ম্যাচে খেলতে পারেননি নেইমার। মূলত তার অনুপস্থিতি মানসিকভাবে পিছিয়ে দেয় দলটিকে। তবে এবার আর এমন কিছু হবে না বলেই আশা করছেন নেইমার, ‘বিশ্বকাপে খেলা স্বপ্নের মতো। আমার বিশ্বাস এবার আর কোন কিছুতে বাধাপ্রাপ্ত হবো না।’

ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কলোম্বিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েন নেইমার। এরপর লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হয় তাকে। এবারও বিশ্বকাপে আগে ইনজুরিতে নেইমার। তাও তিন মাসের বেশি সময় ধরে। এখনও শতভাগ ফিট হতে পারেননি। তাই শঙ্কাটা থেকে যাচ্ছেই। তবে বিশ্বকাপের মঞ্চে নামার আগেই সম্পূর্ণ ফিট হবেন বলে প্রত্যয়ী এ ব্রাজিলিয়ান। 

গত ফেব্রুয়ারিতে লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে ডান পায়ের হাড় ভাঙে নেইমারের। এরপর অস্ত্রোপচার শেষে পুনর্বাসনে আছেন। নিজের বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে জানালেন, ‘শারীরিকভাবে আমি খুব ভালো আছি। আমার পা ঠিক আছে। তবে আমাকে আরও বেশ কিছু বিষয়ে মানিয়ে নিতে হবে। আমি এখনও শতভাগ ফিট হয়নি। কিছু সমস্যা রয়েছে তবে কোন কিছুই আমাকে আটকাতে পারবে না।’

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

6h ago