সব বাধা সরালেন ‘চালবাজ’ শাকিব খান

শাকিব খান অভিনীত ‘চালবাজ’ বাংলাদেশে মুক্তি পেতে আর কোন বাধা থাকলো না। এটি ১লা বৈশাখ উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু, একটি পক্ষ চাননি ছবিটি তখন মুক্তি পাক। এমন খবর রয়েছে ঢালিউড পড়ায়।
Shakib Khan and Subhashree in Chalbaj
‘চালবাজ’ চলচ্চিত্রে শাকিব খান এবং শুভশ্রী। ছবি: সংগ্রহীত

শাকিব খান অভিনীত ‘চালবাজ’ বাংলাদেশে মুক্তি পেতে আর কোন বাধা থাকলো না। এটি ১লা বৈশাখ উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু, একটি পক্ষ চাননি ছবিটি তখন মুক্তি পাক। এমন খবর রয়েছে ঢালিউড পড়ায়।

তবে সব ধরনের প্রতিবন্ধকতা এড়িয়ে সাফটা চুক্তির আওতায় ‘চালবাজ’ আগামী ২৭ এপ্রিল বাংলাদেশে ১০০টির বেশি হলে মুক্তি পাচ্ছে বলে জানা যায়।

ছবিটিকে গতকাল (২৪ এপ্রিল) বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। এতে শাকিব খান ও শুভশ্রী ছাড়া আরও অভিনয় করেছেন রেবেকা, সুব্রত, আশিষ বিদ্যার্থী, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি।

শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছবিটি এবার বৈশাখে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল। শুটিংয়ের কারণে আমি দেশের বাইরে ছিলাম। বিভিন্ন মাধ্যমে জেনেছি অনেকেই আমার অভিনীত ‘চালবাজ’ মুক্তি দিতে নাকি বাধা দেওয়ার চেষ্টা করেছেন। তবে সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে খুশি হয়েছেন- এটি অনেক বড় পাওয়া।”

“দেশের বাইরেও আমার কাজের সুযোগ তৈরি হয়েছে। এগুলো আমার দেশের মানুষের অর্জন,” যোগ করেন ‘রাজনীতি’-খ্যাত এই অভিনেতা।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল কলকাতার ৯১টি সিনেমা হলে ‘চালবাজ’ মুক্তি পেয়েছে।

কলকাতার এসকে মুভিজ প্রযোজিত এই ছবিটির বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।

Comments

The Daily Star  | English

Army chief mentions interim govt time frame for the first time

"If you ask me, then I will say 18 months should be the time frame by which we should enter into a democratic process," he said

9m ago