শাকিলের হাত ধরে শুটিং আনল আরেকটি রুপা

পদক জয়ী বাকি দুজনের সঙ্গে শাকিল। ছবি: সংগ্রহ

আব্দুল্লাহ হেল বাকির পর গোলকোস্ট কমনওয়েলথ গেমসে বাংলাদেশের জন্য সুখবর এনে দিয়েছেন আরেক শুটার শাকিল আহমেদ। ৫০ মিটার এয়ার পিস্তলে রৌপ্য পদক জিতেছেন তিনি।

বুধবার অস্ট্রেলিয়ার গোলকোস্টের বেলমন্ট শুটিং সেন্টারে ২২০ দশমিক ৫ স্কোর করেন দ্বিতীয় হন শাকিল। ২২৭ দশমিক ২ স্কোরে এই ইভেন্টেরও স্বর্ণ পেয়েছেন অস্ট্রেলিয়ার ড্যানিয়েল রেপাকোলি।  তৃতীয় হয়েছে ভারতের ওম মিথারভাল।

বাছাই রাউন্ডে ৫৪৫ স্কোর করে চতুর্থ হয়েছেন শাকিল। গত এসএ গেমসে এই ইভেন্টের দেশকে সোনা এনে দিয়েছিলেন তিনি।

গত রোববার ১০ মিটার এয়ার রাইফেলে রোপা এনে দেন আব্দুল্লাহ হেল বাকি। আসরে এই নিয়ে বাংলাদেশের পদক সংখ্যা দুই।

কমনওয়েলথ গেমসে ৫০ পিটার এয়ার পিস্তলে এর আগে কখনো পদক পায়নি বাংলাদেশ। ১৯৯০ সালে অকল্যান্ড কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার পিস্তলের দলীয় ইভেন্টে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। ২৮ বছর পর এয়ার পিস্তলে আসল সাফল্য।

Comments