বৈশাখের সিনেমার গল্প

এবার বৈশাখে মুক্তির তালিকায় রয়েছে মোট তিনটি ছবি। এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা। ইদানীং বড় বাজেটের ছবিগুলো উৎসবে মুক্তি দেওয়ার একটি প্রবণতা শুরু হয়েছে। কারণ অন্য সময় নাকি দর্শকরা ছবি দেখতে তেমন আগ্রহী হন না।
Bijli
‘বিজলী’ চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

এবার বৈশাখে মুক্তির তালিকায় রয়েছে মোট তিনটি ছবি। এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা। ইদানীং বড় বাজেটের ছবিগুলো উৎসবে মুক্তি দেওয়ার একটি প্রবণতা শুরু হয়েছে। কারণ অন্য সময় নাকি দর্শকরা ছবি দেখতে তেমন আগ্রহী হন না।

পহেলা বৈশাখ বাঙালির বড় উৎসব। তাই সিনেমা হল মালিক, প্রযোজক এবং পরিচালকদের থাকে আলাদা রকমের প্রস্তুতি। দর্শকরা সিনেমা হলে ভিড় জমাতে শুরু করেন উৎসবকে ঘিরে।

আগামী পহেলা বৈশাখে দেশজুড়ে তিনটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ছবি তিনটি হলো ‘একটি সিনেমার গল্প’, ‘বিজলী’ এবং ‘হৃদয়ছোঁয়া কথা’।

নায়ক-পরিচালক আলমগীর পহেলা বৈশাখে ‘একটি সিনেমার গল্প’ মুক্তির বিষয়টি বেশ আগেই নিশ্চিত করেছিলেন। সেভাবেই তিনি প্রচার-প্রচারণা করে আসছিলেন। বেশ অনেক বছর পর তিনি দর্শকদের কাছে নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন। তাঁর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট থেকে ছবিটি মুক্তি পাবে।

আলমগীর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমি ‘একটি সিনেমার গল্প’-এ সুন্দর একটি গল্প দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করেছি। সিনেমার ভেতরে সিনেমার গল্প রয়েছে। দর্শকরা পছন্দ করবেন আশা করি।”

প্রায় ৫০ থেকে ৬০টি সিনেমা হলে এটি মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি।

‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, আলমগীর, চম্পা, ঋতুপর্ণা, আরিফিন শুভ, সাবেরী আলম, সাদেক বাচ্চু প্রমুখ।

Ekti Bhalobasar Golpo
‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্রের দৃশ্য। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা ববি তাঁর প্রযোজনা সংস্থা ববস্টার থেকে ‘বিজলী’ নামে নতুন সুপারহিরো ছবি নিয়ে পহেলা বৈশাখে হাজির হতে যাচ্ছেন। প্রথমবারের মতো ছবি প্রযোজনা করছেন তিনি। প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ছবিটি।

ইফতেখার চৌধুরী পরিচালিত ‘বিজলী’-তে অভিনয় করেছেন ববি, ইলিয়াস কাঞ্চন, শতাব্দী রায়, মিশা সওদাগর, আহমেদ শরীফ, মিজু আহমেদ, কলকাতার রণবীর প্রমুখ।

দ্য ডেইলি স্টার অনলাইনকে ববি বলেন, “একটি ভিন্ন ধরনের চলচ্চিত্র দেখতে পারবেন দর্শকরা। ছবিটির জন্য অনেক কষ্ট করেছি। সাহস নিয়ে ছবিটি প্রযোজনা করেছি। বাংলাদেশের প্রথম সুপারহিরো ছবি ‘বিজলী’। ছবিটির বাজেট অনেক বেড়ে গেছে কাজ করতে গিয়ে।”

“যেহেতু আমার প্রযোজিত প্রথম ছবি তাই কোন প্রকার ছাড় দেয়নি। এমন পাগল না হলে ছবি করা যায় না। সবকিছু মন মতো করার চেষ্টা করেছি। দর্শকদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হবে।”

পরিচালক ইফতেখার চৌধুরী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “একেবারে অন্য ধরনের একটি ছবি তৈরি করার চেষ্টা করেছি। ভিন্ন ধরনের কিছু নিয়ে হাজির হচ্ছি- এটাই বড় বিষয়। আমার বিশ্বাস, দর্শকরা ‘বিজলী’ পছন্দ করবেন।”

প্রায় ৯০টি সিনেমা হলে ‘বিজলী’ মুক্তি পাবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, পহেলা বৈশাখ উপলক্ষে ‘হৃদয়ছোঁয়া কথা’ নামে আরেকটি ছবি মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছে। ছবিটির পরিচালক খোরশেদ আলম। তবে কোন প্রচার-প্রচারণা দেখা যায়নি ছবিটি নিয়ে।

Comments

The Daily Star  | English

Army chief pledges support for Yunus' interim government 'come what may'

He vowed to support the interim government in completing reforms and holding elections within next 18 months

6h ago