এবার বিরসা দাশগুপ্তের ছবিতে জয়া আহসান

টালিগঞ্জে দ্যুতি ছড়াচ্ছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। শিবপ্রসাদ মুখার্জির একটি চলচ্চিত্রের শুটিংয়ের কাজে এখন ব্যস্ত রয়েছেন পদ্মা পারের এই অভিনেত্রী। আর এরই মধ্যে টালিগঞ্জের প্রখ্যাত পরিচালক বিরসা দাশগুপ্তের ছবিও হাতে পেলেন জয়া।
joya ahsan
অভিনেত্রী জয়া আহসান। ছবি: স্টার

টালিগঞ্জে দ্যুতি ছড়াচ্ছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। শিবপ্রসাদ মুখার্জির একটি চলচ্চিত্রের শুটিংয়ের কাজে এখন ব্যস্ত রয়েছেন পদ্মা পারের এই অভিনেত্রী। আর এরই মধ্যে টালিগঞ্জের প্রখ্যাত পরিচালক বিরসা দাশগুপ্তের ছবিও হাতে পেলেন জয়া।

‌জয়া আহসান আজ (২৭ মার্চ) বিকালে দ্য ডেইলি স্টারকে জানান, খুব শিগগিরই ওই ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। ছবির নাম ‘ক্রিসক্রস’। ছবিতে জয়াকে একজন সফল নারীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ওই নারীর জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েই ‘ক্রিসক্রস’-এর গল্প এগিয়ে যাবে বলে যোগ করেন তিনি।

তবে মজার বিষয় হচ্ছে ছবিটির জন্য পরিচালকের পছন্দ ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কিন্তু, চিত্রনাট্য দুর্বল এবং কম গুরুত্বপূর্ণ চরিত্র বলে পরিচালককে সোজা ‘না’ বলে দিয়েছেন ওই অভিনেত্রী।

স্বস্তিকার এমন উপেক্ষা এক মিনিটও সহ্য করেননি ছবির পরিবেশক সংস্থা শ্রীকান্ত ভেঙ্কটেশ এর এসভিএফ। তারা এই চরিত্রের জন্য জয়া আহসানকে প্রস্তাব দিলে তা গ্রহণ করেন তিনি।

বিরসা দাশগুপ্ত এই প্রসঙ্গে সাংবাদিকদের জানিয়েছেন, “এই চরিত্রের জন্য প্রথমে শ্রীকান্তদা (মেহতা) জয়ার নাম প্রস্তাব করেন। তারপর আমার সঙ্গে জয়ার কথা হয়।”

এই ছবিতে অভিনয়ের প্রস্তাব স্বস্তিকা ফিরিয়ে দেওয়ার পর আরও দুজন অভিনেত্রীর নাম উড়ে বেড়ায় টালিগঞ্জের আকাশে। একজন রাইমা সেন, অন্যজন তনুশ্রী। কিন্তু, শেষ পর্যন্ত জয়া আহসানের নামটিকেই চূড়ান্ত হিসেবে সিলমোহর দেয় সংস্থাটি।

‘ক্রিসক্রস’ ছবির সংগীত নির্দেশনায় রয়েছেন প্রীতম। দুদিন আগে টুইট করে টিম ক্রিসক্রসকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আগামী অক্টোবরে ছবিটি মুক্তি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রসঙ্গত, পরিচালক বিরসা দাশগুপ্তের সঙ্গে প্রথম কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান।

Comments

The Daily Star  | English

Army chief mentions interim govt time frame for the first time

"If you ask me, then I will say 18 months should be the time frame by which we should enter into a democratic process," he said

2h ago