৪ ভাষায় ওয়েবসিরিজ ‘দ্য প্রটেকটর’

বাংলা, ইংরেজি, ফরাসি ও আরবি- এই চারটি ভাষায় কনটেক্স জি ফিল্মসের ব্যানারে এবং অনিক কান্তি সরকারের পরিচালনায় নির্মিত হচ্ছে অ্যাকশন-থ্রিলারধর্মী ওয়েবসিরিজ ‘দ্য প্রটেকটর’।
Antu Karim
অন্তু করিম। ছবি: সংগৃহীত

বাংলা, ইংরেজি, ফরাসি ও আরবি- এই চারটি ভাষায় কনটেক্স জি ফিল্মসের ব্যানারে এবং অনিক কান্তি সরকারের পরিচালনায় নির্মিত হচ্ছে অ্যাকশন-থ্রিলারধর্মী ওয়েবসিরিজ ‘দ্য প্রটেকটর’।

গল্পের কেন্দ্রীয় চরিত্র সাজিদ খানের নাম ভূমিকায় দেখা যাবে অন্তু করিমকে। ইন্টারনেটে ছবির পোস্টার উন্মুক্ত করা হয়েছে।

পরিচালক অনিক কান্তি সরকার দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গল্পটি চমৎকার। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছি। নির্মাণে কোনো খুঁত রাখতে চাইনি। আশা করি, বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পাবে ‘দ্য প্রটেকটর’ ওয়েবসিরিজটি।”

অন্তু করিম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সাজিদ চরিত্রটি একটু অন্যরকম। অনেক বেশি চ্যালেঞ্জিং। অনেক ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে হচ্ছে। তবে কাজটাকে বেশ উপভোগ করছি। অন্যরকম অন্তু করিমকে আপনারা পর্দায় দেখতে পাবেন।”

Comments

The Daily Star  | English

Biden offers full support to Yunus-led interim govt

The two leaders met on the sidelines of the UN General Assembly in New York

26m ago