বৈশাখে ‘একটি সিনেমার গল্প’

চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’-কে মুক্তির অনুমতি দিয়েছে সেন্সর বোর্ড।
Arifin Shuvo and Rituparna
অভিনয়তারকা আরিফিন শুভ ও ঋতুপর্ণা, ছবি: সংগৃহীত

চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’-কে মুক্তির অনুমতি দিয়েছে সেন্সর বোর্ড।

বোর্ড সচিব মুন্সী জালাল উদ্দিন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বিনা কর্তনে ‘একটি সিনেমার গল্প’ ছবিটি প্রদর্শনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। শিগগিরই ছবিটি ছাড়পত্র পেয়ে যাবে।”

ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও কলকাতার ঋতুপর্ণা। আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, চম্পা, আলমগীর, ওয়াহিদা মল্লিক জলি, সাবেরী আলম প্রমুখ। এই চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিন পর ঋতুপর্ণা ঢাকার ছবিতে অভিনয় করলেন।

উল্লেখ্য, ১৯৭৩ সালে আলমগীর কুমকুম পরিচালিত যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আমার জন্মভূমি’-তে প্রথম অভিনয় করেন নায়ক আলমগীর। এরপর, ১৯৮৬ সালে ‘নিষ্পাপ’ ছবির মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। আগামী বৈশাখে ‘একটি সিনেমার গল্প’ মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Comments

The Daily Star  | English

Biden expresses 'full support' to Yunus-led interim govt

The two leaders met on the sidelines of the UN General Assembly in New York

2h ago