২০১৭ সালে হলিউডের ৫ দামি তারকা

হলিউডে বেতন বৈষম্যের অভিযোগ দীর্ঘ দিনের। এমন অভিযোগের মধ্যেই ২০১৭ সালের সবচেয়ে দামি অভিনয় তারকার তালিকা তৈরি করেছে বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন।
Mark Wahlberg
ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী ২০১৭ সালে হলিউডে সবচেয়ে দামি অভিনয় তারকা মার্ক ওয়ালবার্গ। ছবি: এপি ফাইল ফটো

হলিউডে বেতন বৈষম্যের অভিযোগ দীর্ঘ দিনের। এমন অভিযোগের মধ্যেই ২০১৭ সালের সবচেয়ে দামি অভিনয় তারকার তালিকা তৈরি করেছে বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিন।

এ বছরে ম্যাগাজিনটির হিসাবে বিশ্বের সবচেয়ে দামি নায়ক হলেন ‘ট্রান্সফরমারস: দ্য লাস্ট নাইট’-এর অভিনেতা মার্ক ওয়ালবার্গ। তাঁর আয় ৬৮ মিলিয়ন ডলার।

১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুশেটসে জন্ম দেওয়া ওয়ালবার্গের ক্যারিয়ার শুরু হয়েছিলো সংগীতের মাধ্যমে। ১৯৯৪ সালে তিনি চলচ্চিত্রে আসেন পরিচালক পেনি মার্শালের ‘রেনেসাঁ ম্যান’ কমেডিতে ছোট একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে।

এরপর, তিনি একে একে অভিনয় করেছেন ৪৫টি চলচ্চিত্রে। বিখ্যাত পরিচালক মার্টিন স্কোরসেসের অপরাধ-বিষয়ক চলচ্চিত্র ‘দ্য ডিপার্টেড’-এ অভিনয় করে ওয়ালবার্গ অস্কার মনোনয়ন পেলেও তাঁর অর্থ প্রাপ্তি বেড়ে যায় বৈজ্ঞানিক কল্পকাহিনি-ভিত্তিক ‘ট্রান্সফরমারস’ সিক্যুয়েলে অভিনয়ের মাধ্যমে।

চার সন্তানের জনক ওয়ালবার্গ অভিনেতার পাশাপাশি একজন প্রযোজক, ব্যবসায়ী এবং সংগীতশিল্পীও।

এছাড়াও, ফোর্বস ম্যাগাজিনের ২০১৭ সালের দামি অভিনেতার তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন ‘দ্য রক’ ডোয়েন জনসন। তাঁর আয় ৬৫ মিলিয়ন ডলার। সাড়ে ৫৪ মিলিয়ন ডলার আয় নিয়ে “ট্রিপল এক্স” সিরিজের নায়ক ভিন ডিজেল দামি অভিনেতার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন।

অভিনেতাদের এ তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছেন যথাক্রমে ‘বিগ ড্যাডি’ অ্যাডাম স্যান্ডলার (আয় সাড়ে ৫০ মিলিয়ন ডলার) এবং ‘ড্রাগন লর্ড’ জ্যাকি চ্যান (আয় ৪৯ মিলিয়ন ডলার)।

Comments

The Daily Star  | English

Biden offers full US support to Yunus-led govt

US President Joe Biden has offered his country’s full support to the interim government of Bangladesh during his rare bilateral meeting with Chief Adviser Prof Muhammad Yunus.

3h ago