ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারক বিপাশা হায়াত

আসছে ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘নারী চলচ্চিত্র নির্মাতা’ বিভাগে বিচারক হিসেবে থাকছেন অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত।
bipasha hayat
অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। ছবি: দ্য ডেইলি স্টার

আসছে ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘নারী চলচ্চিত্র নির্মাতা’ বিভাগে বিচারক হিসেবে থাকছেন অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত।

নয় দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী ১২ জানুয়ারি। বিপাশা হায়াতের পাশাপাশি বাংলাদেশ থেকে বিচারক থাকবেন মোরশেদুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ ও নুরুল আলম আতিক।

বিপাশা হায়াত বলেন, “চলচ্চিত্র উৎসবে বিচারক হিসেবে যোগ দেওয়াটা সত্যিই অনেক আনন্দের ও সম্মানের। এখানে বিভিন্ন দেশের ছবি দেখে বিচিত্র্য অভিজ্ঞতা অর্জিত হবে। তাঁদের দর্শন-চিন্তা ভাবনার সঙ্গে আমার পরিচয় হবে। আমি ২৫ বছর এ শিল্পের সঙ্গে জড়িয়ে আছি। সিনেমাতো সব শিল্পের মিশ্রণ। আশা করি, বেশ ভালো সময় কাটবে।”

উৎসবে ঢাকার পাঁচটি মিলনায়তনে ৬০টি দেশের ১৭০টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সেখানে বিচারক হিসেবে আরও থাকছেন নরওয়ের এজ হফার্ট, যুক্তরাষ্ট্রের গ্যারি স্প্রিঞ্জার, সিডনি লেভাইন, ভারতের গিরীশ কাসারাভাল্লি, ইরানের মোহাম্মদ হাসান আমির ইয়োসেফি, ইতালির অ্যানা কোচিয়ারেলা, আন্ড্রেয়া মর্গহেন, নেপালের অরুণ দেও জোশি, রাশিয়ার লিয়া গিলমাতদিনোভা, ফিনল্যান্ডের মেরজা রিতোলা প্রমুখ।

Comments

The Daily Star  | English

Biden offers full US support to Yunus-led govt

US President Joe Biden has offered his country’s full support to the interim government of Bangladesh during his rare bilateral meeting with Chief Adviser Prof Muhammad Yunus.

7h ago