‘মামলার বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি’
চিত্রনায়ক শাকিব খানের নামে মামলা হয়েছে এমন খবর দেশ-বিদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ‘রাজনীতি’ শিরোনামের সিনেমার একটি দৃশ্যে একটি মুঠোফোন নম্বর ব্যবহার করা হয়েছে শাকিব খানের উচ্চারণে। সেটি হবিগঞ্জের অটোরিকশা চালক ইজাজুল মিয়ার ফোন নম্বর। এ বিষয়ে তিনি শাকিব খানের বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানি মামলা করেছেন গত ২৯ অক্টোবর।
‘রাজনীতি’ সিনেমার পরিচালক ও প্রযোজকের নামও রয়েছে মামলায়। সবকিছু নিয়ে শাকিব খান একান্ত সাক্ষাৎকার দিলেন দ্য ডেইলি স্টার অনলাইনকে। সঙ্গে ছিলেন – জাহিদ আকবর
স্টার অনলাইন: সিনেমায় একটা মুঠোফোনের নম্বর ব্যবহার করায় আপনার নামে যে মামলা হয়েছে সে বিষয়ে আপনার অবস্থান জানতে চাই।
শাকিব খান: একজন শিল্পী হিসেবে ছবিতে আমি শুধু আমার সংলাপটুকু বলেছি। সেটি কার মোবাইল ফোনের নম্বর, নম্বরটি সঠিক কি না, তা আমার দেখার বিষয় নয়। এটি আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। ছবির প্রযোজক, পরিচালক আর স্ক্রিপ্ট যিনি লিখেছেন তাঁরা এ বিষয়টি ভালো বলতে পারবেন। এটি তাঁদের ওপর বর্তায়। আমার জায়গায় যদি অন্য কোনো নায়কের মুখ দিয়ে সংলাপটি বলানো হতো, তাহলে তাঁরও তো কিছু করার ছিলো না।
স্টার অনলাইন: মামলা হওয়ার খবরটি প্রথম কিভাবে জানলেন?
শাকিব খান: খবরটি যখন জেনেছি তখন আমি ‘চালবাজ’ ছবির শুটিংয়ের কাজে কলকাতায় ছিলাম। আমার ভীষণ হাসি পেয়েছিলো খবরটি শুনে। এতোকিছু বিস্তারিত জানতাম না। দেশে এসে জানলাম। দেশের বাইরের পত্রিকাতেও সংবাদটি এসেছে জেনেছি। এখনো আমি লিখিত কোনো অভিযোগ পাইনি। এটি আদৌ কোনো মামলার আওতায় পড়ে কিনা তাও আমার জানা নেই।
স্টার অনলাইন: চলতি সময়ে যৌথ প্রযোজিত সিনেমার শুটিংয়ে অনেক নিয়মকানুন দেখা যাচ্ছে। বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
শাকিব খান: আসলে কী জানেন, শিল্পী এবং শিল্পকে কোনো নিয়মকানুনের মধ্যে আটকে রাখা যায় না। এটি করতে গেলে কোন কাজ ঠিক মতো হয়না। শিল্পীতো শুধু শারীরিক পরিশ্রম করেন না মানসিক শ্রমটাও পুরোপুরি দিতে হয় তাঁকে। তাই তাঁদের জন্য সুন্দর কাজের জায়গা তৈরি রাখতে হবে সব সময়।
স্টার অনলাইন: অনেকদিন থেকে বিতর্ক পিছু ছাড়ছে না আপনাকে…
শাকিব খান খান: আমার খুব কাছের একজন সম্মানিত মানুষ একটি কথা বলেছেন। কথাটি হলো, ‘তুমি যতো বড় হবে ততো বাধা আসবে।’ তাঁর এই কথার মধ্যেই আমি সব উত্তর পেয়ে গেছি। আমি কাজে বিশ্বাস করি। শুধু কাজের মধ্যে ডুবে থাকতে চাই।
স্টার অনলাইন: বিতর্কের এই বৃত্ত থেকে বের হতে হলে কী করা প্রয়োজন?
শাকিব খান: আর দ্বন্দ্ব-সংঘাত চাইনা, সবকিছু ভুলে এক হয়ে ভালো কাজ করতে হবে আমাদের। দেশের অনেক ছবির শুটিং দেশের বাইরে করতে হচ্ছে। অভিনয়শিল্পী থেকে শুরু করে ছবির টেকনিশিয়ানসহ সবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব থেকে মুক্তি পাওয়া জরুরি। কাজ করার একটি ভালো পরিবেশ তৈরি করতে হবে।
স্টার অনলাইন: বর্তমানে আপনি কী নিয়ে ব্যস্ত রয়েছেন?
শাকিব খান: ‘চালবাজ’-এর শুটিং করতে আগামীকাল ব্যাংকক যাবো। আজ শুটিং করছি আরেকটি ছবির। এইতো।
স্টার অনলাইন: আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য।
শাকিব খান: আপনাকেও ধন্যবাদ।
Comments