‘ডুব’ মুক্তির আগেই নতুন ছবির ঘোষণা দিলেন মোস্তফা সরয়ার ফারুকী

বহুল আলোচিত “ডুব” মুক্তির আগেই নতুন ছবি “স্যাটারডে আফটারনুন” বা “শনিবারের বিকেল” নির্মাণের ঘোষণা দিলেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।
Tisha and Farooki
পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবি: সংগৃহীত

বহুল আলোচিত “ডুব” মুক্তির আগেই নতুন ছবি “স্যাটারডে আফটারনুন” বা “শনিবারের বিকেল” নির্মাণের ঘোষণা দিলেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।

সেই ছবিতে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা ও ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

আজ (১৭ অক্টোবর) সকালে ফারুকী তাঁর ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে লিখেন, “ডিসেম্বরে শুরু হবে আমার পরিচালিত নতুন ছবি ‘সাটার ডে আফটারনুন’ যার বাংলায় ট্যাগলাইন ‘শনিবারের বিকেল’।”

তিনি আরও লিখেন, “বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এই ছবিতে জাজ মাল্টিমিডিয়া আর কলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ‘ছবিয়াল’ থাকছে প্রযোজকের দায়িত্বে। এছাড়া, সহ-প্রযোজক হিসেবে থাকছেন জার্মান প্রযোজক আনা কাচকোকে। যার পূর্ববর্তী দুটি ছবি বার্লিন এবং ভেনিসের উৎসবে অংশ নিয়ে বার্লিনে পুরস্কারও পেয়েছে।”

“শনিবারের বিকেল” ছবির সিনেমাটোগ্রাফার হিসেবে থাকবেন মাত্র ছাব্বিশ বছর বয়সে বার্লিনে সিলভার বিয়ার জেতা আজিজ জাম্বাকিয়েভ। এ ছবির শুটিং শুরু হবে আগামী ডিসেম্বরে।

জানা গেছে, ছবিটির বাজেট পাঁচ লাখ মার্কিন ডলার বা প্রায় চার কোটি টাকা ধরা হয়েছে।

Comments

The Daily Star  | English

Yunus set for busy day at UNGA

Prof Yunus will attend the reception by the US president at 5:30pm local time

Now