ডিসেম্বরে আসবে ‘আঁখি ও তার বন্ধুরা’

মোরশেদুল ইসলামের পরিচালনায় মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে শিশুতোষ ছবি “আঁখি ও তার বন্ধুরা” আগামী ডিসেম্বরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
Ankhi O Taar Bandhura
“আঁখি ও তার বন্ধুরা” চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

মোরশেদুল ইসলামের পরিচালনায় মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে শিশুতোষ ছবি “আঁখি ও তার বন্ধুরা” আগামী ডিসেম্বরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে মনন চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

ছবিটির শেষ পর্যায়ের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এর সম্পাদনা, ডাবিং ও শব্দ প্রয়োগসহ অন্যান্য কাজ শেষ হবে। অক্টোবরে সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হবে।

“আঁখি ও তার বন্ধুরা” ছবিটিতে অভিনয় করেছেন জাহিন নাওয়ার হক ইশা, অনন্য সামায়েল, জুয়াররিয়া আহমেদ প্রত্যাশা, অরিয়ানা কবির, শাকিল আহমেদ, আইমান মাহমুদ অরিয়ন, আব্দুস শিহাব আপন, সৈয়দ আশিকুজ্জামান রোমিও, ধ্রুবন্তী ও নাভিদ হাসান অমি।

এছাড়াও, অভিনয় করেছেন সুবর্ণা মুস্তফা, তারিক আনাম খান, আল মনসুর, এস. এম. মহসিন, মান্নান হিরা, মুনিরা ইউসুফ মেমি, সুষ্মিতা সিনহা প্রমুখ।

ছবিটির চিত্রগ্রহণে রয়েছেন মাহফুজুর রহমান খান; সম্পাদনা, শব্দ ও রঙ বিন্যাসে সুজন মাহমুদ; আবহ সংগীতে সানী জুবায়ের; শিল্প নির্দেশনায় অশোক ঘোষ এবং পোশাক পরিকল্পনায় প্রীতি রোজারিও।

Comments

The Daily Star  | English

Legitimate reforms, polls impossible without Awami League: Joy

Sajeeb Wazed said he was happy with the army chief's timeline for elections within 18 months, though it was later than expected, but warned that genuine reform and polls were impossible without her party

1h ago