শিল্পকলায় তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণ

খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও চলচ্চিত্রগ্রাহক মিশুক মুনীরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৩ আগস্ট রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হবে তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে ‘স্মৃতিতর্পণ, স্মারক বক্তৃতা, চলচ্চিত্র প্রদর্শনী এবং মঙ্গলদীপ প্রজ্বলন।
tareque masud and mishuk munier
চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ (বামে) এবং চলচ্চিত্রগ্রাহক মিশুক মুনীর।

খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ ও চলচ্চিত্রগ্রাহক মিশুক মুনীরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৩ আগস্ট রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হবে তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে ‘স্মৃতিতর্পণ, স্মারক বক্তৃতা, চলচ্চিত্র প্রদর্শনী এবং মঙ্গলদীপ প্রজ্বলন।

একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠানমালা শুরু হবে বিকেল ৫টায়।

তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে স্মৃতিতর্পণ এবং তারেক মাসুদ স্মারক বক্তৃতা ২০১৭-এর পাশাপাশি প্রদর্শিত হবে তারেক মাসুদ নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র “আদমসুরত” এবং প্রসূন রহমান নির্মিত তারেক মাসুদের জীবনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র “ফেরা”।

আজ সন্ধ্যা ৬টায় ৪০ মিনিটে নিহত তারেক মাসুদ, মিশুক মুনীরসহ নিহত চলচ্চিত্রকর্মীদের স্মরণে মঙ্গলদীপ জ্বালানো হবে।

সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে প্রসূন রহমানের “আগস্টের আরিচা রোড” শিরোনামে একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি।

উল্লেখ্য, ২০১১ সালে এই দিনে মানিকগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এ দুজনসহ পাঁচজন প্রাণ হারান। নতুন চলচ্চিত্র “কাগজের ফুল”-এর শুটিংয়ের স্থান দেখতে তারেক মাসুদ ও মিশুক মুনীর সহকর্মীদের নিয়ে মানিকগঞ্জে যান। ফেরার পথে মানিকগঞ্জেই সড়ক দুর্ঘটনার শিকার হোন তাঁরা।

Comments

The Daily Star  | English

The urgent need to counter mob justice

Nearly two dozen people have reportedly been lynched by mobs in the last month and a half, according to media sources.

2h ago