বিশ্ববিদ্যালয়ে অভিনয় শেখাবেন পূর্ণিমা

রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ অভিনয় বিষয়ক সার্টিফিকেট কোর্সের ক্লাস নেবেন অভিনেত্রী পূর্ণিমা।
purnima
অভিনেত্রী পূর্ণিমা। ছবি সংগৃহীত

রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ অভিনয় বিষয়ক সার্টিফিকেট কোর্সের ক্লাস নেবেন অভিনেত্রী পূর্ণিমা।

তিন মাস মেয়াদি এই কোর্সে আরও শিক্ষাদান করবেন অভিনেতা ফেরদৌস, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান।

গতকাল (১ আগস্ট) পূর্ণিমা সাংবাদিক সম্মেলনে বলেন, “আমি খুবই আনন্দিত এবং সম্মানিত বোধ করছি অভিনয় বিষয়ে শিক্ষকতার সুযোগ পেয়ে। গ্রিন ইউনিভার্সিটি এবং যাঁর হাত ধরে চলচ্চিত্রে আমার অভিষেক আমার শ্রদ্ধেয় গুরু জাকির হোসেন রাজুর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এমন দারুণ উদ্যোগে আমাকে যুক্ত করার জন্যে।”

কোর্সের সমন্বয়ক জাকির হোসেন রাজু দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “মিডিয়াতে প্রতিভাবান অভিনেতা উপহার দেওয়ার জন্যেই এ কোর্সের আয়োজন। এখানে নতুনদের প্রশিক্ষণের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশের সুযোগ করে দেওয়া হবে। এই কোর্সে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের প্রাথমিক ও প্রায়োগিক দিকগুলো তুলে ধরা হবে।”

Comments

The Daily Star  | English
mob justice in Bangladesh

The urgent need to counter mob justice

Nearly two dozen people have reportedly been lynched by mobs in the last month and a half, according to media sources.

4h ago