এশিয়া-প্যাসিফিক চলচ্চিত্র উৎসবে সেরা ‘অজ্ঞাতনামা’

কম্বোডিয়ায় অনুষ্ঠিত ৫৭তম এশিয়া-প্যাসিফিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি “অজ্ঞাতনামা”।
Aggatonama
পুরস্কার পাওয়া অন্যদের সঙ্গে ফরিদুর রেজা সাগর, কনা রেজা এবং গোলাম রাব্বানী বিপ্লব।

কম্বোডিয়ায় অনুষ্ঠিত ৫৭তম এশিয়া-প্যাসিফিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ছবি “অজ্ঞাতনামা”।

৩০ জুলাই কম্বোডিয়ার রাজধানী নমপেনে উৎসবের পুরস্কার বিতরণ করা হয়।

২০টি দেশের অংশগ্রহণে উৎসবে জমা পড়ে ৫৪টি চলচ্চিত্র। প্রতিযোগিতা হয় ১৭টি ক্যাটাগরিতে।

অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রের পুরস্কার গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সেখানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নারী উদ্যোক্তা কনা রেজা এবং নির্মাতা গোলাম রাব্বানী বিপ্লব।

বাংলাদেশসহ এই উৎসবে অংশ নেয় ভারত, নেপাল, জাপান, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, রাশিয়া, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, তাইওয়ান, হংকং, ইন্দোনেশিয়া, ইরান, ফিলিপাইন, শ্রীলঙ্কা এবং মঙ্গোলিয়া।

“অজ্ঞাতনামা” পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, নিপুন, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

Comments

The Daily Star  | English
mob justice in Bangladesh

The urgent need to counter mob justice

Nearly two dozen people have reportedly been lynched by mobs in the last month and a half, according to media sources.

4h ago