বৃহস্পতিবার মার্কেটে না যেতে ডিএমপির আহ্বান
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ফাউন্ডেশন মহাসম্মেলন আয়োজন করায় আগামীকাল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও নিউমার্কেটসহ রাজধানীর প্রধান চারটি শপিং এলাকা এড়িয়ে চলতে রাজধানীবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন তার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উলামা-মাশায়েখ মহাসম্মেলন করবে। যানজট এড়াতে এই পরামর্শ দিয়েছে ডিএমপি।
জরুরি প্রয়োজন ছাড়া বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, নিউমার্কেট, গাউসিয়া মার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
তিনি জানান, আগামীকাল বিকাল ৩টায় ইসলামিক ফাউন্ডেশনের মহাসম্মেলন শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন। সম্মেলনের কারণে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।
ডিএমপি কমিশনার আরও জানিয়েছেন, আগামীকাল সারা দেশ থেকে প্রায় আড়াই হাজার গাড়ি রাজধানীতে ঢুকবে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় সম্মেলনে আগতরা সমবেত হবেন। এ কারণে আগামীকাল ব্যক্তিগত গাড়ি রাজপথে না নামাতেও রাজধানীবাসীর প্রতি অনুরোধ করেছেন তিনি।
মহাসম্মেলনে প্রায় দুই লাখ মানুষ আসতে পারেন বলে ধারনা করা হচ্ছে। এ উপলক্ষে মক্কা ও মদিনা থেকে ছয় জন খতিব ও ইমাম বাংলাদেশে আসছেন।
Comments