কলম্বিয়ায় ভূমিধসে ২৫৪ জন নিহত

কলম্বিয়ায় ভূমিধসে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। ছবি: এএফপি

কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পুটুমায়ো প্রদেশে ভূমিধসে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। রাতভর বৃষ্টিতে বহু ঘরবাড়ি কাদা-মাটির তোড়ে ভেসে গেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

বেশ কয়েকটি নদী উপচে প্রাদেশিক রাজধানী মোকোয়া প্লাবিত হয়েছে। অনেক বাড়ি নদী থেকে আসা কাদামাটি ও পাথরের নিচে চাপা পড়েছে। এছাড়াও শহরের সড়কগুলোতে কয়েক ফুট কাদা জমে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। তিনি উদ্ধার তৎপরতা পরিদর্শন করেছেন ও ক্ষতিগ্রস্তদের পরিবারগুলোর সাথে কথা বলেছেন।

সান্তোস বলেন, “এই ঘটনা আমার হৃদয়কে বেদনাহত করেছে। তাদের সহায়তার জন্য যা কিছু সম্ভব আমরা তার সবকিছুই করবো।”

কাদামাটির তোড়ে বিধ্বস্ত শহর। ছবি: এএফপি

প্রায় সাড়ে তিন লাখ জনসংখ্যার এই শহরের এক বাসিন্দা মারিও উসালে জানান, “মুষলধারে বৃষ্টি চলছিলো। রাত ১১টা থেকে ১টার মধ্যে বৃষ্টি প্রবল রূপ নেয়।” কথা বলার সময় ধ্বংসস্তূপে তিনি তার শ্বশুরকে খুঁজছিলেন।

তিনি আরও জানান, কাদা-পানি ধেয়ে আসার পর থেকে আমার শাশুড়িও নিখোঁজ ছিলেন। দুই কিলোমিটার দূরে আমরা তাঁকে খুঁজে পেয়েছি। তার মাথায় আঘাত লাগলেও তিনি তখন পর্যন্ত জ্ঞান হারাননি।

দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে ২৫৪ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন। এছাড়াও আরও ৪০০ জন আহত ও ২০০ জন নিখোঁজ রয়েছেন। শহরের ১৭টি এলাকা থেকে কাদা-মাটি সরিয়ে লোকজনকে উদ্ধার করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Police grapple with surge in crime

Data from the Police Headquarters presents a grim picture of violent crimes, including murder, mugging, robbery, extortion, and mob violence, in the first six months of 2025.

17h ago