একরামুল হত্যার বিচার ৬ মাসের মধ্যে সম্পন্ন করার আদেশ
ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরামুল হক হত্যার বিচার আগামী ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে জেলার সংশ্লিষ্ট আদালতকে আজ আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
এই মামলার প্রধান আসামী স্থানীয় বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারকে দেওয়া হাইকোর্টের জামিনও আজ বাতিল করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।
হাইকোর্টের জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল নিষ্পত্তি করে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ নিম্ন আদালতকে এই নির্দেশ দেন।
গত বছর ২৪ নভেম্বর মিনারকে জামিন দিয়েছিল হাইকোর্ট।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামকে গুলি করে তার গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের দিন একরামের ভাই রেজাউল হক জসিম ফেনী মডেল থানায় মিনারের নামসহ আরও অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
Comments