বসন্তের বৃষ্টিতে ঠান্ডার পরশ

রবিবার রাত থেকে অব্যাহত বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। স্টার ফাইল ফটো

বসন্তের প্রথম মাসেই অব্যাহত বৃষ্টিতে ঠান্ডা আবহাওয়ার পরশ পাচ্ছেন দেশবাসী। তবে আবহাওয়ার এই অপ্রত্যাশিত আচরণ অনেককে বিপত্তির মুখে ফেলেছে বিশেষ করে ঢাকায় কিছু রাস্তায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় সমস্যায় পড়তে হয়েছে নগরবাসীকে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ঢাকায় থেমে থেমে বৃষ্টি চলছে। আজ সকালেও মাঝারি বৃষ্টি মাথায় নিয়েই দিন শুরু করতে হয়েছে নগরবাসীকে।

ঢাকা ছাড়াও ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বিরতি দিয়ে চলছে মাঝারি থেকে ভারি বৃষ্টি। সেই সঙ্গে বাতাসের ঝাপটা ঠান্ডা অনুভূতি তৈরি করছে।

বৃষ্টির কারণে আজ ঢাকায় বেশ কিছু রাস্তায় পানি জমে যাওয়ায় বেকায়দায় পড়তে হয়েছে অফিস ও স্কুলগামীদের।

আবহাওয়া অধিদপ্তর থেকে আজ সকালে জানানো হয়েছে, দুটি নিম্নচাপের কারণে বৃষ্টি চলছে। একটি নিম্নচাপ পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী অঞ্চল ও অপরটি উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, “আজ দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।” তবে সুনির্দিষ্ট সময় উল্লেখ করা না হলেও বলা হয়েছে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হবে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English
government reduces heart stent prices in Bangladesh

Govt slashes heart stent prices by up to Tk 88,000

Health ministry revises rates for US-made coronary stents to ease patient costs

1h ago