সিডনিতে বসন্তবরণ ও পিঠা উৎসব

‘বিডি কমিউনিটি হাব, সিডনি’ আজ রোববার বসন্তবরণ ও পিঠা উৎসবের আয়োজন করে। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়াতে চলছে বসন্তকাল। বাঙালিদের জন্যে বসন্ত বরণ হলো সার্বজনীন উৎসব। অস্ট্রেলিয়ার প্রবাসী বাঙালিরাও সেই ঐতিহ্যকে ধরে রেখেছেন।

সাধারণ শীতের শেষে প্রকৃতিকে বর্ণিল সাজে সাজাতে বসন্তের আগমন হয়। এসময় প্রকৃতি সেজে ওঠে নিজের আপন সাজে। এজন্য হয়তো বসন্তকে ঋতুরাজ বলা হয়।

'বিডি কমিউনিটি হাব, সিডনি' আজ রোববার বসন্তবরণ ও পিঠা উৎসবের আয়োজন করে। বাসন্তী রঙের শাড়ি, খোঁপায় বেলি ফুলের মালা, রং-বেরঙের চুড়ি পরে উৎসবে আসেন বাঙালি নারীরা। ছেলেদের পরনে ছিল বাসন্তী রঙের পাঞ্জাবি।

গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রবাসী প্রজন্মের কাছে তুলে ধরনে বিডি হাবের উৎসবে ছিল হরেক রকম পিঠার সমাহার। পিঠা বাংলার গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বাংলার সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে পিঠা। এই আয়োজনের উদ্দেশ্য ছিল প্রবাসীদের কাছে এ গুরুত্ব তুলে ধরা।

'বসন্তবরণ ও পিঠা উৎসবে' সংগীত পরিবেশন করেন মিঠু স্বপ্ন, ইভানা খালেদ, দীপা ইসলাম এবং আয়েশা কলি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লুৎফুর রহমান টিপু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি আব্দুল খান রতন।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

2h ago