ভারতের ভিসার জন্য আর লাগবে না ই-টোকেন

বাংলাদেশি ভ্রমণকারীরা ভারতের আরও আটটি ভিসা আবেদন কেন্দ্রে ই-টোকেন (সাক্ষাৎকারের পূর্বনির্ধারিত তারিখ) ছাড়া ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর জন্য অবশ্য ভারতে যাওয়ার বাস, ট্রেন বা বিমানের টিকিট থাকতে হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।

বাংলাদেশি ভ্রমণকারীরা ভারতের আরও আটটি ভিসা আবেদন কেন্দ্রে ই-টোকেন (সাক্ষাৎকারের পূর্বনির্ধারিত তারিখ) ছাড়া ভিসার জন্য আবেদন করতে পারবেন। এর জন্য অবশ্য ভারতে যাওয়ার বাস, ট্রেন বা বিমানের টিকিট থাকতে হবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।

ভারতীয় হাই কমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ, ও বরিশালে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ই-টোকেন ছাড়াই ভ্রমণ ভিসা পাওয়া যাবে। এছাড়াও, আগের মতই ঢাকার মিরপুরের ভিসা আবেদন কেন্দ্রে ই-টোকেন ছাড়াই ভ্রমণ ভিসার আবেদন করা যাবে।

ভারত ভ্রমণের টিকিটের তারিখ ভিসা আবেদন জমা দেওয়ার এক মাসের মধ্যে হতে হবে।

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা সহজলভ্য করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৬ সালের অক্টোবর মাসে নারী ভ্রমণকারী ও তার পরিবারের সদস্যদের জন্য এই পদ্ধতিটি প্রথম চালু করা হয়। এ বছরের প্রথম দিন থেকে মিরপুর ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে দেশের সবার জন্য এই সুবিধাটি উন্মুক্ত করা হয়। এর ফলে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ হয়েছে।

ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে যোগাযোগ শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Khagrachhari violence: 3 dead, 4 sent to CMCH 'with bullet wounds'

Three indigenous people died of their injuries at a hospital in Khagrachhari yesterday and early today, hours after arson attacks and violence in the district

50m ago