নতুন রাশি
ওফিউকাস সদস্য
নভেম্বর ২৯ থেকে শুরু করে ১৭ ডিসেম্বর পর্যন্ত জন্ম যাদের তারাই নতুন এই রাশির সদস্য। এই ১৮ দিনে জন্ম নেয়া জাতক, জাতিকারাই ত্রয়োদশ এই রাশিতে পড়েছে। নতুন ও ভিন্ন এই রাশি নিয়ে পুরো বিশ্বই বেশ কৌতূহলী আর উৎসাহী। ওফিউকাসের বেশ মেলবন্ধন খুঁজে পাওয়া যাবে মকর, মীন, কর্কট, তুলা ও কন্যা রাশির সঙ্গে। অন্যদিকে বিরূপ বৈশিষ্ট্য প্রকাশ পেতে পারে বৃশ্চিক, সিংহ, বৃষ, মেষ এসব রাশির সঙ্গে।
ওফিউকাসের বৈশিষ্ট্য
স্বাধীনচেতা আর সৃজনশীলতা ওফিউকাসের অন্যতম বৈশিষ্ট্য। সবসময় হাসিখুশি থাকতে পছন্দ করে, প্রচ- বন্ধুবৎসল। অন্যদিকে প্রচ- চাপা স্বভাব বেশ পরিলক্ষিত হয় ওফিউকাসদের মধ্যে। নিজেকে খুব বেশি জাহির করতে পছন্দ করেন না কখনোই। আর্কিটেকচার ও ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতি বেশ আগ্রহ রয়েছে ওফিউকাসদের। শুধু কিন্তু ২৯ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বরে জন্ম যাদের তাদের রাশিই এই নতুন রাশি উদ্ভাবনের ফলে পরিবর্তিত হয়ে যায়নি, প্রায় প্রতিটি রাশির ক্ষেত্রেই ঘটেছে আমূল পরিবর্তন। ওফিউকাসের হিসাবমতে নতুন রাশির দিন বিবরণী এমন:
২০ জানুয়ারি-১৬ ফেব্রুয়ারি : মকর রাশি
১৬ ফেব্রুয়ারি-১১ মার্চ : কুম্ভ রাশি
১১ মার্চ-১৮ এপ্রিল : মীন রাশি
১৮ এপ্রিল- ১৩ মে : মেষ রাশি
১৩ মে-২১ জুন : বৃষ রাশি
২১ জুন-২০ জুলাই : মিথুন রাশি
২০ জুলাই-১০ আগস্ট : কর্কট রাশি
১০ আগস্ট-১৬ সেপ্টেম্বর : সিংহ রাশি
১৬ সেপ্টেম্বর-৩০ অক্টোবর : কন্যা রাশি
৩০ অক্টোবর-২৩ নভেম্বর : তুলা রাশি
২৩ নভেম্বর-১৭ ডিসেম্বর : ওফিউকাস রাশি
১৭ ডিসেম্বর-২০ জানুয়ারি : ধনু রাশি।
Comments