১০৭ রোহিঙ্গা ও ৭টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

কক্সবাজারে নাফ নদীর পাড়ে বিজিবির প্রহরা।
কক্সবাজারে নাফ নদীর পাড়ে বিজিবির প্রহরা। গতকাল ছবিটি তুলেছেন আনিসুর রহমান।

কক্সবাজার সীমান্ত দিয়ে ১০৭ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষীরা। গতকাল রাত থেকে আজ সকালের মধ্যে এই রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়। এসময় নাফ নদী দিয়ে ঢোকার চেষ্টা করা সাতটি নৌকাকেও ফেরত পাঠানো হয়।

আমাদের স্থানীয় প্রতিনিধি জানান, ফেরত পাঠানো নৌকা সাতটি রোহিঙ্গা লোকজনে ভরা ছিল। নিপীড়নের হাত থেকে রক্ষা পেতে রাখাই রাজ্য থেকে পালিয়ে এসেছিল তাঁরা। আজ ভোরে টেকনাফ উপজেলা থেকে ফিরিয়ে দেয়া হয় নৌকাগুলোকে।

টেকনাফ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-২ এর ক্যাপ্টেন আবুজর আল জাহিদ বলেন, তাঁর অধীনস্থ জওয়ানরা হাইকং-জাদিমবুরা পাড় এলাকা থেকে নৌকাগুলো ফেরত পাঠায়। তবে নৌকায় থাকা রোহিঙ্গাদের সঠিক সংখ্যা জানাতে পারেননি তিনি।

সেই সাথে, গত রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার তোংরু সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে থাকা ১০৭ জন রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়। কক্সবাজার বিজিবি ক্যাপ্টেন লে. ক. ইমরানুল্লাহ সরকার জানান, ফেরত পাঠানো রোহিঙ্গাদের মধ্যে ৬২ জনকে গতকাল টেকনাফ-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে গ্রেফতার করেছিল টেকনাফ থানা পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মজিদ জানান, বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে টেকনাফ ও উখিয়া পুলিশ চার জনকে আটক করেছে।

গতকাল মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে। সেই সাথে শরণার্থী রোহিঙ্গাদের অবিলম্বে ফেরত নেয়ার জন্য ব্যবস্থা নিতে বলেছে ঢাকা।

Comments

The Daily Star  | English

Those speaking against Tarique Rahman are enemies of democracy: Fakhrul

"Those who are doing this are carrying out activities to destroy Bangladesh"

1h ago