আগামী সাত দিন ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটতে পারে

সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষনের কারণে আগামী এক সপ্তাহ দেশব্যাপী ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটবে বলে জানা গেছে |

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এর জনসংযোগ ও প্রকাশনা বিষয়ক মহাপরিচালক মীর মোহাম্মদ মোর্শেদ জানান, আগামী একুশে অক্টোবর রাত বারোটা হতে সাতাশ অক্টোবর পর্যন্ত সিঙ্গাপুরে সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষনের কারণে এই বিঘ্ন ঘটবে |

তিনি জানান এই সময়ে বিকল্প ব্যবস্থায় ইন্টারনেট সংযোগ চালু থাকবে |

তবে তিনি আশা করছেন এই সময়ে স্বাভাবিকের চেয়ে ধীরগতি ছাড়া বাংলাদেশের মানুষ আর কোনো বিঘ্নের সম্মুখীন হবে না |

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

BNP wants national polls by mid-2025

The BNP wants the national election by the middle of this year and local government polls afterwards.

5h ago