উত্তরার বিমান দুর্ঘটনায় শোকাহত ক্রীড়াঙ্গন

আজ রাজধানীর উত্তরায় মিলস্টোন কলেজ চত্বরে বিমান দুর্ঘটনার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্রীড়াবিদেরা। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি তারা প্রার্থনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।

দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিমান কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। ঘটনায় অন্তত ১৯ নিহত হয়েছেন এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই শিশু।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, 'ঢাকার মাইলস্টোন কলেজ এলাকায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। বিসিবি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে। এ মর্মান্তিক ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমাদের হৃদয়ের গভীর প্রার্থনা ও শুভকামনা।'

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালও এক সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করে বলেন, 'রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।'

'এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন এবং যারা আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবার, বন্ধুবান্ধব এবং প্রিয়জনদের প্রতি হৃদয় আজ বেদনার্ত। জাতির জন্য এটি একটি গভীর বেদনার সময়। বিদেহী আত্মারা চির শান্তিতে বিশ্রাম করুন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সর্বশক্তিমান আল্লাহ শোকাহত সকলকে ধৈর্য, শক্তি এবং আরোগ্য দান করুন,' যোগ করেন তিনি। 

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস সামাজিক মাধ্যমে লেখেন, 'উত্তরা মিলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার খবর শুনে আমরা গভীরভাবে ব্যথিত। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের প্রতি আমাদের প্রার্থনা ও হৃদয়ের ভালোবাসা। আল্লাহ তাদের শান্তি, আরোগ্য ও শক্তি দিন।'

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, 'উত্তরায় প্রশিক্ষন বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক, সহানুভূতি জানানোর ভাষা নেই। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।'

আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, 'যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই  প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত।'

একই সঙ্গে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, যাতে আহত শিশুদের পোড়া মুখমণ্ডল ও আঘাতের ছবি অস্পষ্ট করে প্রচার করা হয়। শেষে লিখেছেন, 'ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।'

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

3h ago