দিয়োগো জোতার প্রতি শ্রদ্ধায় লিভারপুলের ২০ নম্বর জার্সি অবসরে

Diago Jota

গত মৌসুমে লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে ২০ নম্বর জার্সি পরে অনেক ম্যাচেই অবদান রাখেন দিয়াগো জোতা। পর্তুগিজ এই তারকা পাঁচ বছর ধরেই ক্লাবের অনেক সাফল্যের নায়ক।  মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পর্তুগিজ ফরোয়ার্ডের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ক্লাব সমর্থকরা তার জার্সি নম্বর আজীবনের জন্য তোলার রাখার দাবি জানান। সেই দাবি মেনে নিল ক্লাব।  তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে লিভারপুল ফুটবল ক্লাব তার পরিহিত ২০ নম্বর জার্সিটি স্থায়ীভাবে অবসরে পাঠানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবের ১৩৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো খেলোয়াড়ের সম্মানে এমন পদক্ষেপ নেওয়া হলো।

গত ৩ জুলাই স্পেনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভা মারা যান। এই দুঃসংবাদ ফুটবল বিশ্বকে শোকে স্তব্ধ করে দেয়। এরপর থেকেই লিভারপুল সমর্থকরা জোতার ২০ নম্বর জার্সিটি অবসরে পাঠানোর দাবি জানিয়ে আসছিলেন। তাদের এই আবেগ ও দাবির প্রতি সম্মান জানিয়ে ক্লাব কর্তৃপক্ষ জোতার স্ত্রী রুতে কার্দোসো এবং পরিবারের সদস্যদের সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত ঘোষণা করেছে।

লিভারপুলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'এই সিদ্ধান্ত কেবল মাঠে আমাদের পর্তুগিজ তারকার অসামান্য অবদানকেই স্বীকৃতি দেয় না, বরং সতীর্থ, কর্মকর্তা এবং সমর্থকদের জীবনে তার ব্যক্তিগত গভীর প্রভাব ও তাদের সঙ্গে গড়ে তোলা অবিস্মরণীয় বন্ধনকেও স্মরণ করে।'

ক্লাবের সিইও মাইকেল এডওয়ার্ডস এই সিদ্ধান্তকে 'একজন অনন্য অসাধারণ ব্যক্তির প্রতি একটি অনন্য শ্রদ্ধা' হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও যোগ করেন, 'এই জার্সি নম্বরটি অবসরে পাঠানোর মাধ্যমে আমরা এটিকে চিরন্তন করে রাখছি – এবং তাই তাকে কখনও ভোলা যাবে না।'

২০২০ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে জোতা ২০ নম্বর জার্সি পরেই খেলতেন। এই জার্সিতে তিনি ১৮২টি ম্যাচ খেলে ৬৫টি গোল করেছেন এবং ২০২২ সালে এফএ কাপ ও কারাবাও কাপ জেতার পাশাপাশি ২০২৪ সালে দলের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ক্লাব আরও জানিয়েছে যে, এই সিদ্ধান্ত শুধু পুরুষ দলের জন্যই নয়, বরং নারী দল এবং একাডেমির সব স্তরেও ২০ নম্বর জার্সি আর ব্যবহার করা হবে না।

জোতা ও সিলভার স্মরণে বিশেষ আয়োজন:

আগামী রবিবার প্রিস্টনের বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে জোতা ও সিলভার প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হবে। ম্যাচ শুরুর আগে 'ইউ উইল নেভার ওয়াক অ্যালোন' গানটি পরিবেশন করা হবে এবং প্রিস্টন ক্লাব অ্যাওয়ে সমর্থকদের পাশে একটি পুষ্পস্তবক অর্পণ করবে। এরপর এক মিনিটের নীরবতা পালন করা হবে, স্টেডিয়ামের বড় পর্দায় এবং পিচসাইড এলইডি বোর্ডে ডিজিটাল শ্রদ্ধা নিবেদন করা হবে। উভয় দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরবেন। ম্যাচের পূর্বের কর্মসূচিতে জোতা এবং সিলভার প্রতি লিখিত শ্রদ্ধাঞ্জলিও থাকবে।

লা যাবে না।

Comments

The Daily Star  | English
Exporters to get Tk 108.5 for a dollar from Aug 1

Taka gains against dollar after years

Taka gains ground as dollar influx rises, strengthening currency after years

1h ago