ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার রোডে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ওই মোটরসাইকেলে থাকা আরেক আরোহী।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল রাতে স্টাফ কোয়র্টার এলাকায় বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে রমজান পরিবহনের বাসটি জব্দ করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত বোরহান উদ্দিনের আত্মীয় সোহেল মিয়া জানান, বোরহান থাকেন ডেমরা আমুলিয়া মডেল টাউন শুকনা টেংরা এলাকায়। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক ছিলেন। রাতে কাজ শেষ করে নিজের মোটরসাইকেলে বন্ধুকে নিয়ে থানায় যাচ্ছিলেন একটি কাজে।
তিনি আরও জানান, পথে ডেমরা স্টাফ কোয়ার্টার সিকদার ফিলিং স্টেশনের সামনের রাস্তায় রমজান পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ওই বাসের চাকায় মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেল আরোহী তার বন্ধু। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
Comments