শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কোনো মতে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ। যদিও শুরুটা ছিল ভালো। তবে বরাবরের সেই পুরনো সমস্যা। উইকেটে সেট হলেও ইনিংস লম্বা করতে না পারা। ফলে মাঝারী পুঁজি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের। 

বৃহস্পতিবার পেল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করেছে বাংলাদেশ। অর্থাৎ শ্রীলঙ্কার লক্ষ্য ১৫৫ রান।

তবে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসানকে নিয়ে শুরুটা ভালোই ছিল পারভেজ হোসেন ইমনের। ৪৬ রানের ওপেনিং জুটি উপহার দেন তারা। কিন্তু এরপর নুয়ান থুসারার লো ফুল টসে বাউন্ডারির চেষ্টায় মিড উইকেটে মাহিশ থিকশানার হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরে আসেন তানজিদ। ১৭ বলে ১৬ রান করেন এই ওপেনার।

তবে অন্য প্রান্তে আগ্রাসী ছন্দে পারভেজ হোসেন ইমন। তাতেই পাওয়ার প্লেতে ৫৪ রান করে বাংলাদেশ।অধিনায়ক লিটন দাস ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি। জেফ্রি ভ্যান্ডারসের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হওয়ার আগে ১১ বলে ৬ রান করেন তিনি।

তার বিদায়ের পরপরই আউট হয়ে যান সেট ব্যাটার ইমন। মহেশ থিকশানার বলে ছক্কা মারতে গিয়ে লং অফে ধরা পড়েন দাসুন শানাকার হাতে। ২২ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩৮ রান করেন এই ওপেনার। এরপর বল হাতে নিয়ে তাওহিদ হৃদয়কে ফেরান শানাকা। তার অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটরক্ষক কুসল মেন্ডিসের গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১৩ বলে ১০ রান করে।

মেহেদী হাসান মিরাজ এসে মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে জুটি গড়ে হাল ধরার চেষ্টা করেন। ৪৬ রানের জুটিও গড়েছিলেন। ৪টি চারের সাহায্যে নিজেও পৌঁছে গিয়েছিলেন ২৯ রানে। কিন্তু রানের গতি বাড়াতে গিয়ে থিকসানার শিকার হন তিনি।

টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে না পারলেও শেষ পর্যন্ত থেকেছেন নাঈম। ২৯ বলে ১টি করে চার ও ছক্কায় করেছেন অপরাজিত ৩২ রান। শেষ দিকে ৪ বলে ২টি ছক্কায় ১৪ রানের ক্যামিও খেলেন শামিম হোসেন পাটোয়ারি।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

51m ago