ঋতুপর্ণার গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ

ম্যাচের তখন ১৮তম মিনিট। ডানদিকে মায়ানমারের ডি-বক্সের ঠিক সামনে ফ্রি-কিক পেল বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার প্রথম শট রক্ষণদেয়ালে প্রতিহত হওয়ার পর ফের এলো তার পায়েই। ডি-বক্সের বাইরে থেকেই এবার গড়ানো নিখুঁত শট নিলেন তিনি। দূরের পোস্ট দিয়ে বল জালে জড়াতেই উল্লাসে মেতে উঠল পিটার বাটলারের শিষ্যরা।
বুধবার ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে ২০২৬ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের 'সি' গ্রুপের ম্যাচে স্বাগতিক মায়ানমারের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। উইঙ্গার ঋতুপর্ণার নজরকাড়া গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।
নামেভারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে মিয়ানমার। ফিফা র্যাঙ্কিংয়ে মায়ানমার আছে ৫৫তম স্থানে। বাংলাদেশ অবস্থান করছে ১২৮ নম্বরে। অর্থাৎ দুই দলের মধ্যে র্যাঙ্কিংয়ের ব্যবধান ৭৩ ধাপ।
আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় নারী এশিয়ান কাপের টিকিট পাওয়ার লড়াইয়ে এই ম্যাচের ফল ভীষণ গুরুত্বপূর্ণ। দুই দলেরই পয়েন্ট এখন ৩। নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলে জিতেছিল বাংলাদেশ। একই দিনে মায়ানমার ৮-০ গোলে হারিয়েছিল তুর্কমেনিস্তানকে।
প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে হয় জমজমাট লড়াই। বেশি সুযোগ অবশ্য তৈরি করে মায়ানমার। দুই দলের সামনেই পোস্ট বাধা হয়ে না দাঁড়ালে আরও গোলের দেখা মিলতে পারত।
Comments