অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে লিভ-টু-আপিলের শুনানি ১৬ জুলাই

supreme-court-1.jpg
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথকে বৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ-টু-আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) আবেদনের শুনানির জন্য আগামী ১৬ জুলাই দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্ট।

রাষ্ট্রপতির রেফারেন্সের পর সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছিল বলে হাইকোর্ট তার আদেশে উল্লেখ করেন।

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ এই তারিখ ধার্য করে। আবেদনকারী আইনজীবী অ্যাডভোকেট মহসেন রশিদ মামলাটির দ্রুত শুনানির আবেদন জানালে আদালত এই দিন নির্ধারণ করেন।

এর আগে গত ১৩ জানুয়ারি, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদের করা একটি রিট আবেদন সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। রিটে অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ গ্রহণের প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল।

পরে প্রকাশিত পূর্ণাঙ্গ আদেশে হাইকোর্ট বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইন এবং জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে গঠিত।

হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো আইনি দলিল দিয়ে সমর্থিত নয় বলে রিট আবেদনকারীর (আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ) বক্তব্যে এসেছে। উল্লেখ করা প্রাসঙ্গিক যে বাংলাদেশের রাষ্ট্রপতি এক ব্যতিক্রমী পরিস্থিতিতে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুয়ায়ী উপদেশমূলক মতামত গ্রহণ করেন। মতামত অনুযায়ী কাজ করেছেন। তাই এটি আইনি দলিল দিয়ে সমর্থিত, বাংলাদেশের জনগণের ইচ্ছার দ্বারা সমর্থিত।

পূর্ণাঙ্গ আদেশে আরও বলা হয়, '২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে যে গণ-অভ্যুত্থান ঘটেছিল, তা আমাদের ইতিহাসের একটি অংশ এবং আশা করি, এটি বহু বছর ধরে জনগণের সযত্নে থাকবে। সেই অনুযায়ী, আমরা মনে করি যে বর্তমান রিট আবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত, বিদ্বেষপূর্ণ ও হয়রানিমূলক।'

হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে গত ২৫ ফেব্রুয়ারি আপিল বিভাগে লিভ-টু-আপিল আবেদন করেন অ্যাডভোকেট মহসিন রশিদ।

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

1h ago