বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ

supreme court
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি শাহেদ নূরউদ্দিন পদত্যাগ করেছেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মুয়াজ্জেম হোসেইন দ্য ডেইলি স্টারকে বলেন, তিনি আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারপতি শাহেদ নূরউদ্দিন তার পদত্যাগপত্রে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন।

গত বছরের ১৬ অক্টোবর হাইকোর্ট প্রাঙ্গণে 'আওয়ামী লীগপন্থী ফ্যাসিবাদী বিচারকদের' অপসারণের দাবিতে শত শত মানুষের বিক্ষোভের মুখে হাইকোর্ট বিভাগে যে ১২ বিচারপতিকে বিচারিক কার্যক্রম থেকে বিরত রেখেছিলেন শাহেদ নূরউদ্দিনকে তাদের অন্যতম। বিক্ষোভকারীদের বেশিরভাগ শিক্ষার্থী ছিলেন।

বিচারিক দায়িত্ব পালনে বিরত থাকা অন্য বিচারপতিরা হলেন বিচারপতি মো. আতাউর রহমান খান, বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি এসএম মনিরুজ্জামান, বিচারপতি খন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম এবং বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলন।

তাদের মধ্যে বিচারপতি আতাউর রহমান খান ও বিচারপতি আশীষ রঞ্জন দাস অবসর নিয়েছেন।

Comments

The Daily Star  | English
BNP demands national election by December 2025

BNP to sue election officials, CECs of last three polls

A three-member BNP team, led by its Standing Committee Member Salahuddin Ahmed, will file the complaint

38m ago