ইংল্যান্ডে ফের সেঞ্চুরি হাঁকিয়ে ধোনিকে ছাড়িয়ে গেলেন পান্ত

ছবি: এএফপি

৯৯ রানে ছিলেন রিশভ পান্ত। স্পিনার শোয়েব বশিরের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে মিডউইকেট দিয়ে সীমানার বাইরে ফেললেন তিনি। ছক্কার সাহায্যে টেস্টে সপ্তম সেঞ্চুরি পূর্ণ করলেন বাঁহাতি ব্যাটার। এতে দারুণ একটি কীর্তির একক মালিক হলেন তিনি। এই সংস্করণে উইকেটরক্ষক হিসেবে ভারতের হয়ে সবচেয়ে বেশি শতক এখন তার।

শনিবার ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে তিন অঙ্ক স্পর্শ করেন পান্ত। আগের দিনের ১০২ বলে অপরাজিত ৬৫ রান নিয়ে খেলতে নেমেছিলেন তিনি। দ্রুততা দেখিয়ে তিনি সেঞ্চুরিতে পৌঁছান ১৪৬ বলে।

ব্যক্তিগত মাইলফলক ছুঁয়ে বুনো উল্লাসে মাতেন আক্রমণাত্মক ব্যাটার। দুই হাত মাটিতে রেখে দুই পা শূন্যে তুলে দেন ডিগবাজি। গত মাসে লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে শতরানের পরও একই কায়দায় উদযাপন করেছিলেন তিনি।

ভারতের জার্সিতে টেস্টে এতদিন উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড যৌথভাবে ছিল পান্ত ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। এবার ৪৪তম টেস্টে সপ্তম শতক পেয়ে পান্ত এককভাবে চূড়ায় উঠে গেলেন। ৯০ ম্যাচে ছয়টি সেঞ্চুরি হাঁকানো ধোনি নেমে গেলেন দুইয়ে। এই তালিকায় তিনে থাকা ঋদ্ধিমান সাহার সেঞ্চুরি ৩৯ টেস্টে তিনটি।

সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ডের মাটিতে ২৭ বছর বয়সী পান্তের এটি টানা দ্বিতীয় ও সব মিলিয়ে তৃতীয় সেঞ্চুরি। সবশেষ ২০২২ সালের জুলাইতে স্বাগতিকদের বিপক্ষে এজবাস্টনে শতক হাঁকিয়েছিলেন তিনি। খেলেছিলেন ১৪৬ রানের ইনিংস। টেস্টে ইংল্যান্ডে আর কোনো সফরকারী উইকেটরক্ষকের একটির বেশি সেঞ্চুরি নেই।

পেসার জশ টাংয়ের বলে এলবিডব্লিউ হয়ে থামে পান্তের ১৩৪ রানের ঝলমলে ইনিংস। তিনি রিভিউ নিলেও পাল্টায়নি মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত। ১৭৮ বল খেলে তার ব্যাট থেকে আসে ১২ চার ও ৬ ছক্কা।

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের মাঠে আর কোনো সফরকারী ব্যাটার এক ইনিংসে এতগুলো ছক্কা হাঁকাতে পারেননি। পাঁচটি করে ছয় আছে ওয়েস্ট ইন্ডিজের মাইকেল হোল্ডিং, নিউজিল্যান্ডের রস টেইলর, অস্ট্রেলিয়ার স্যাম লক্সটন ও অ্যাডাম গিলক্রিস্টের।

টস হেরে আগে ব্যাট করতে নামা ভারত লাঞ্চ বিরতি থেকে ফিরে প্রথম ইনিংসে অলআউট হয় ৪৭১ রানে। অথচ এক পর্যায়ে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ৪৩০ রান। পরের ৪১ রান করতে তারা হারায় বাকি ৭ উইকেট। পান্তের আগে সেঞ্চুরি করেন যশস্বী জয়সওয়াল (১৫৯ বলে ১০১ রান) ও অধিনায়ক শুবমান গিল (২২৭ বলে ১৪৭ রান)।

একই ইনিংসে তিন ব্যাটার সেঞ্চুরি করেছেন— এই বিবেচনায় ভারতের এবারের পুঁজিই টেস্ট ইতিহাসের সর্বনিম্ন। এতদিন এই তালিকার শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। ২০১৬ সালের জানুয়ারিতে সেঞ্চুরিয়নে ইংলিশদের বিপক্ষে স্টিফেন কুক, হাশিম আমলা ও কুইন্টন ডি ককের সেঞ্চুরির পর প্রোটিয়ারা ৪৭৫ রানে অলআউট হয়েছিল।

Comments

The Daily Star  | English

Consensus commission: Talks stall over women’s seats, upper house

The National Consensus Commission proposed establishing an upper house comprising elected representatives from each district and city corporation, and suggested abolishing the current system of reserved seats for women in parliament.

3h ago